পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তোপ শিবসেনার।
পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তোপ দেগে বসল উদ্ধব ঠাকরের দল। লোকসভায় নির্মলা সীতারামন বলেছিলেন, ‘‘আমি পেঁয়াজ, রসুন ততটা খাই না। আমি এমন পরিবার থেকে এসেছি যেখানে পেঁয়াজ, রসুন খাওয়ার তেমন চল নেই।’’ এই মন্তব্যকে সামনে রেখেই মঙ্গলবার সেনার মুখপত্র সামনায় লেখা হয়েছে, ‘শিশুসুলভ মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।’
মূলত মূল্যবৃদ্ধি ইস্যুকে সামনে রেখেই এ দিন ‘সামনা’য় আক্রমণ সাজিয়েছে শিবসেনা। এক দিকে নিশানা করা হয়েছে শাসকদল বিজেপিকে। আর সেই সূত্র ধরেই টার্গেট করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকেও। লেখা হয়েছে, ‘‘বর্তমানে অর্থনীতির গতি নিম্নমুখী। কিন্তু সরকার তা মেনে নিতে নারাজ। পেঁয়াজ কেজি প্রতি ২০০ টাকায় বিকোচ্ছে। এই ইস্যুতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শিশুসুলভ মন্তব্য করেছেন। এর অর্থ, প্রধানমন্ত্রীর এই সমস্যা সমাধানের কোনও ইচ্ছা নেই।’’
শিবসেনার আক্রমণের গণ্ডি অবশ্য শুধু মাত্র পেঁয়াজের দামের বৃত্তেই ঘোরাফেরা করেনি। দেশের সার্বিক অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সরাসরি টার্গেট করা হয়েছে। বলা হয়েছে, ‘‘যখন মোদী প্রধানমন্ত্রী হননি তখন পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি বলেছিলেন, পেঁয়াজ গুরুত্বপূর্ণ একটি সবজি। এটা সংরক্ষণ করা উচিত। আজ তাঁর নীতি বদলে গিয়েছে। মোদী এখন প্রধানমন্ত্রী এবং দেশের অর্থনীতি ভেঙে পড়ছে।’’
আরও পড়ুন: সিএবি-র বিরুদ্ধে সরব কংগ্রেস, গণতন্ত্রের উপর হামলা, বললেন রাহুল, লড়াইয়ের বার্তা প্রিয়ঙ্কার
মহারাষ্ট্রে কংগ্রেস এবং এনসিপি-র সঙ্গে হাত ধরাধরি করে মহা বিকাশ আঘাডি জোট গড়েছে শিবসেনা। আর সেই জোটই এখন সে রাজ্যের ক্ষমতায়। তাৎপর্যপূর্ণ ভাবে এ দিন শিবসেনার মুখপত্রে উঠে এসেছে জওহরলাল নেহরু এবং ইন্দিরা গাঁধীর আমলের সঙ্গে মোদী জমানার তুলনার কথাও। ‘সামনা’য় লেখা হয়েছে, ‘পণ্ডিত নেহরু এবং ইন্দিরা গাঁধীকে দেশের অর্থনীতি ভেঙে পড়ার জন্য দায়ী করা যায় না। বর্তমান সরকার বিশেষজ্ঞদের কথা শুনতে চায় না। তাঁরা মনে করছেন, অর্থনীতি শেয়ার মার্কেটের মতোই যা আসলে ফাটকা।’ দারিদ্র দূরীকরণ নিয়েও মোদী সরকারকে বিঁধেছে শিবসেনা।
আরও পড়ুন: বিজেপিকে ভোট দেওয়ার খেসারত নাগরিকত্ব বিল, মোদী সরকারকে আক্রমণ চিদম্বরমের
কয়েক দিন আগে, লোকসভায় এক সাংসদ নির্মলা সীতারামনকে প্রশ্ন করেন, “আপনি পেঁয়াজ খান?” জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘আমি পেঁয়াজ, রসুন ততটা খাই না। আমি এমন পরিবার থেকে এসেছি, যেখানে পেঁয়াজ, রসুন খাওয়ার তেমন চল নেই।’’ পেঁয়াজের দাম যখন আকাশ ছোঁয়া তখন, নির্মলার এই মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। সেই প্রেক্ষাপট টেনেই এ দিন ধাপে ধাপে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে নিশানা করেছে শিবসেনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy