চলতি বছরে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। ৯০৪ পয়েন্ট পেয়ে আইসিসির বর্ষসেরা টেস্ট বোলার হয়েছেন তিনি। পাঁচ দিনের ক্রিকেটে তাঁর শিকার বেড়ে দাঁড়িয়েছে ১৯৭। পরিসংখ্যান বলছে, মাত্র ২৭ রানে ছ’উইকেটই এই ফরম্যাটে তাঁর সেরা বোলিং। টেস্ট ক্রিকেটে বুমরাহ ইনিংসে পাঁচ উইকেটে পেয়েছেন ১২ বার। তাঁর বোলিং গড় মাত্র ১৯.৫২।