প্রতীকী ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড’ (এনএসডিএল) ৩টি বিদেশি তহবিল বাজেয়াপ্ত করার পরেই ধস নামল আদানি গোষ্ঠীর শেয়ারে। ওই তিনটি বিদেশি তহবিল থেকে গৌতম আদানির সংস্থায় প্রায় ৪৩,৫০০ কোটি টাকা লগ্নি করা হয়েছে। ফলে অনেকেই শঙ্কায় আদানি গোষ্ঠীর কোম্পানিগুলির শেয়ার বিক্রি করতে শুরু করেন।
শুক্রবার বাজার বন্ধের সময় আদানি গোষ্ঠীর মূল সংস্থার শেয়ারের দর ছিল ১,৬০১ টাকারও বেশি। সোমবার বাজার খোলার পরেই তা নেমে আসে ১,৪৪১ টাকায়। এমনকি, এক সময় তা ১,২১৩ টাকাতেও নেমে আসে। পরে অবশ্য দর কিছুটা চাঙ্গা হয়।
এনএসডিএল-এর ওয়েবসাইট জানাচ্ছে, ৩১ মে-র আগেই ওই তিনটি তহবিল বাজেয়াপ্ত করা হয়েছিল। ‘বিদেশি আর্থিক প্রতিষ্ঠান’ (এফপিআই) হিসেবে বাজার নিয়ামক সংস্থা ‘সেবি’-র কাছে নথিভুক্ত আলবুলা ইনভেস্টমেন্ট ফান্ড, ক্রেস্টা ফান্ড এবং এপিএমএস সংস্থার বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সঠিক ভাবে পেশ না করার কারণেই এই পদক্ষেপ। গৌতমের মালিকানাধীন আদানি এন্টারপ্রাইজ, আদানি ট্রান্সমিশন, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিনের মতো সংস্থায় বিনিয়োগ রয়েছে ওই তিন বিদেশি তহবিলের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy