৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিল ৮ বছরের এক বালিকা। তাকে উদ্ধার করতে গিয়ে ৩০ জন মতো গ্রামবাসী পড়ে গিয়েছেন সেই কুয়োয়। এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে এখনও অবধি জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদা গ্রামে ঘটেছে এই ঘটনা।
ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ঘটনা নিয়ে টুইট করে তিনি জানিয়েছেন উদ্ধারকাজ চলছে। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। ঘটনার দিকে নজর রাখাও কথাও বলেছেন তিনি। সে রাজ্যের মেডিক্যাল শিক্ষামন্ত্রী বিশ্বাস কৈলাস সরঙ্গকে ঘটনাস্থলে পাঠিয়েছেন চৌহান।
गंजबासौदा में हुई दुर्घटना में अब तक दो लोगों के निधन की दुःखद सूचना मिली है, उनके शव निकाले जा चुके हैं। मैं उन्हें श्रद्धांजलि अर्पित करता हूँ और ईश्वर से प्रार्थना करता हूँ कि वे दिवंगत आत्माओं को शांति दें। बचावकार्य अभी जारी है, मैं लगातार मॉनिटरिंग कर रहा हूँ।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 15, 2021
জানা গিয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। এখনও অবধি ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এক অফিসার জানিয়েছেন, ওই মেয়েটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।