ছবি: রয়টার্স
রাশিয়ার টিকা স্পুটনিক ভি তৈরির ছাড়পত্র পেল সেরাম ইনস্টিটিউট। এই অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। সংবাদ সংস্থার খবর, কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা, বিশ্লেষণের জন্য বিশেষ কয়েকটি শর্তের ভিত্তিতে এই অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। রাশিয়ার ‘গামালেয়া রিসার্চ ইন্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’-র সঙ্গে যৌথ ভাবে এই টিকা তৈরি করবে সেরাম।
একদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। পাশাপাশি, রাশিয়ার স্পুটনিক ভি তৈরির জন্য বৃহস্পতিবার ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল সেরাম। সেই ভিত্তিতে কয়েকটি শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। সূত্রের খবর, চারটি ভিন্ন টিকা উৎপাদনের ক্ষেত্রে চারটি ভিন্ন শর্ত দেওয়া হয়েছে সেরামকে। বলা হয়েছে, রাশিয়ার সংস্থা গামালেয়ার সঙ্গে ‘সেল ব্যাঙ্ক’ ও ‘ভাইরাস স্টক’ দেওয়া নেওয়ার বিষয়ে কী চুক্তি হচ্ছে সেরামের তা সরকারের কাছে জমা দিতে হবে। পাশাপাশি, প্রযুক্তিগত আদান প্রদানের কী চুক্তি হচ্ছে, তাও জমা করতে হবে। রাশিয়া থেকে গবেষণার স্বার্থে কিছু আদান প্রদান করা হলে, সে বিষয়টিও জানাতে হবে।
Serum Institute of India gets DGCI's nod to manufacture Sputnik V vaccine in India for examination, test and analysis with certain conditions: Official sources
— Press Trust of India (@PTI_News) June 4, 2021
শুধু ভারত নয়, বিশ্বের টিকা উৎপাদনের এক প্রধানতম কেন্দ্র পুণের সেরাম ইনস্টিটিউট। কোভিশিল্ড তৈরি করছে এই সংস্থা। অক্সফোর্ডের তৈরি করা এই টিকাটি শুধু ভারতে নয়, সারা পৃথিবীতেই পাঠাচ্ছে সেরাম। সেই দিক থেকে দেখলে গেলে রাশিয়ার টিকাও সেরামে তৈরি হওয়াটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। জুলাইয়ের শেষ ও অগস্টের শুরু থেকে দেশে দৈনিক কোটি টিকা দেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় সরকার। যদি তা দিতে হয়, তাহলে দেশে দ্রুত টিকা উৎপাদনের হার বাড়াতে হবে। স্পুটনিক তৈরির অনুমতি পেলে সে লক্ষ্যে অনেকটাই এগিয়ে যাবে ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy