Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৪
Kiran Choudhry

হরিয়ানায় কংগ্রেসকে ধাক্কা দিল বংশীলালের পরিবার! বিধায়ক কিরণ, প্রাক্তন সাংসদ শ্রুতি বিজেপিতে

তোশাম কেন্দ্রের বিধায়ক কিরণের শ্বশুর প্রয়াত বংশীলাল একাধিক বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাঁর স্বামী প্রয়াত সুরেন্দ্র সিংহ ছিলেন হরিয়ানা সরকারের মন্ত্রী।

কিরণ চৌধরি (বাঁ দিকে ) এবং তাঁর কন্যা শ্রুতি।

কিরণ চৌধরি (বাঁ দিকে ) এবং তাঁর কন্যা শ্রুতি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২৪ ০০:০৯
Share: Save:

লোকসভা ভোটে ভাল ফলের পরেই হরিয়ানায় সঙ্কটের মুখোমুখি কংগ্রেস। মঙ্গলবার দল ছাড়ার কথা ঘোষণা করলেন বিধায়ক কিরণ চৌধরি। জানালেন, কন্যা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ শ্রুতিকে নিয়ে বুধবার বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।

তোশাম কেন্দ্রের বিধায়ক কিরণের শ্বশুর প্রয়াত বংশীলাল একাধিক বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাঁর স্বামী প্রয়াত সুরেন্দ্র সিংহ ছিলেন হরিয়ানা সরকারের মন্ত্রী। ২০০৫ হেলিকপ্টার দুর্ঘটনায় সুরেন্দ্রর মৃত্যুর পরে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিয়েছিলেন কিরণ। সুরেন্দ্র-কিরণের কন্যা শ্রুতি ২০০৯-১৪ ভিওয়ানি মহেন্দ্রগড়ের সাংসদ ছিলেন।

২০১৪ এবং ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থীর কাছে পরাস্ত শ্রুতিকে এ বার টিকিট দেয়নি কংগ্রেস। তাঁদের দল ছাড়ার এটি অন্যতম কারণ বলে দলের একটি সূত্র জানাচ্ছে। ওই কেন্দ্রের এ বার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার ঘনিষ্ঠ রাও দান সিংহ ‘হাত’ প্রতীক পেয়েছিলেন। অভিযোগ, কিরণ-শ্রুতির অন্তর্ঘাতের কারণেই তিনি পরাস্ত হন।

মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গকে চিঠি লিখে দলের সদস্যপদ ছাড়ার কথা জানিয়ে কিরণের মন্তব্য, ‘‘সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হল যে, হরিয়ানায় কংগ্রেস পার্টি আমার মতো আন্তরিক কণ্ঠস্বরগুলির জন্য কোনও পরিসর না রেখে কয়েক জনের ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE