Advertisement
২৫ নভেম্বর ২০২৪
N V Ramana

N V Ramana: ‘মেরুদণ্ড সোজা রেখেছেন সব সময়’, রমণাকে বিদায় জানাতে গিয়ে কেঁদেই ফেললেন আইনজীবী

২০২১ সালের ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের ৪৮তম প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করেছিলেন এনভি রমণা। ১৬ মাস পর অবসর নিচ্ছেন তিনি।

অবসর নিচ্ছেন এনভি রমণা।

অবসর নিচ্ছেন এনভি রমণা। ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ১৪:৫২
Share: Save:

শুক্রবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমণার শেষ দিন। তাঁকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন শীর্ষ আদালতের আইনজীবী দুষ্মন্ত দাভে। বললেন, ''দেশের বিচারব্যবস্থা, প্রশাসন ও সংসদের মধ্যে যথার্থ ভারসাম্য বজায় রাখতে পেরেছিলেন রমণা। উনি যা করেছেন, সবটাই করেছেন মেরুদণ্ড সোজা রেখে।''

এন ভি রমণাকে 'জনগণের বিচারপতি' বলে উল্লেখ করেছেন দাভে। তাঁর কথায়, 'এই দেশের সমস্ত নাগরিকের পক্ষ থেকে আমি বলছি, আপনি তাঁদের সকলের পাশে দাঁড়িয়েছিলেন। জনগণের অধিকার এবং সংবিধানের পক্ষে আপনি সব সময় কথা বলেছেন। যখন আপনি দায়িত্ব নিয়েছিলেন, আমি সন্দিহান ছিলাম। এই আদালতের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু আপনি আমাদের প্রত্যাশা পূরণ করেছেন। দেশের বিচারব্যবস্থা, প্রশাসন ও সংসদের মধ্যে আপনি যথার্থ ভারসাম্য বজায় রেখেছেন। সবটাই করেছেন মেরুদণ্ড সোজা রেখে।'

শুধু দাভে নন, সুপ্রিম কোর্টের আর এক বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বলও দরাজ সার্টিফিকেট দিয়েছেন রমণাকে। বলেন, 'সমুদ্র যখন শান্ত থাকে, তখনই জাহাজ ভেসে থাকে। এখন আমরা সকলেই খু্ব টালমাটাল সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি। এখন জাহাজ ভাসিয়ে রাখা কঠিন। কিন্তু এই টালমাটাল সময়েও আপনি যে ভাবে ভারসাম্য বজায় রেখেছেন, তার জন্য এই আদালত আপনাকে মনে রাখবে। আপনি এই আদালতের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন।'

২০২১ সালের ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের ৪৮তম প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করেছিলেন এনভি রমণা। ১৬ মাস পর অবসর নিচ্ছেন তিনি। তাঁর জায়গায় দেশের প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করবেন ইউইউ ললিত।

অন্য বিষয়গুলি:

N V Ramana Supreme Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy