অঙ্কুশ হাজরার জীবনে নাকি ঘোর অমাবস্যা! তাঁর জীবনে ভূত (পড়ুন প্রেতিনী) নাকি সঙ্গিনী। কিছু করার নেই। তিনি তাঁকেই ভালবেসে ফেলেছেন! বিদেশে বেড়াতে গেলেও তাঁর সঙ্গী সেই ‘তিনি’ই! অভিনেতা সমাজমাধ্যমে আবার ঢাক পিটিয়ে সে কথা জানিয়েওছেন তাঁর অভিনেতা-বন্ধু বিক্রম চট্টোপাধ্যায়কে।
হঠাৎ ভূতের গল্প এল কোত্থেকে? ৩১ জানুয়ারি, শুক্রবার মুক্তি পেয়েছে বিক্রম চট্টোপাধ্যায়-সোহিনী সরকার অভিনীত ‘অমরসঙ্গী’। পর্দায় বিক্রমের প্রেমিকা অশরীরী। ছবির প্রচার ঝলকে তারই আভাস। ছবিমুক্তির কিছু আগে সমাজমাধ্যমে বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কুশ। কারণ, তিনি বিদেশে বেড়াতে গিয়েছেন। তাই ছবিমুক্তির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। এই পর্যন্ত বেশ চলছিল। হঠাৎ তিনি গোপন কথা ফাঁস করছেন এমন ভঙ্গিতে বললেন, “তোদের ছবির বিষয় প্রেম আর ভূত। আমার সঙ্গে অনেকটাই মিলে যায়! পাশে বসা সঙ্গিনীকে দেখিয়ে বললেন, প্রেম আছে।”
আরও পড়ুন:
তার পরে নিজেই প্রশ্ন করলেন, “এ বার ভাবছিস ভূত কোথায়, তাই তো?” ফের সঙ্গিনীর দিকেই ইশারা তাঁর! অঙ্কুশের পাশে বসে তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা সেন। তিনি কী করে ভূত হলেন? তা-ও ফাঁস করলেন অভিনেতা। জানালেন, সেজেগুজে থাকেন বলেই নাকি ঐন্দ্রিলাকে মানুষের মতো দেখায়। রূপটান তুললেই পাক্কা পেত্নি...!
অন্য দিকে, বিদেশ থেকেই হাত তুলে বিক্রম চট্টোপাধ্যায়কে আশীর্বাদ জানালেন ঐন্দ্রিলা সেন! জানালেন, তাঁর শুভেচ্ছা মানেই ‘অমরসঙ্গী’ সুপারহিট!