Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কাটল বুরহান-বার্ষিকী, স্বস্তিতে কেন্দ্র

গত কাল ছিল জঙ্গি বুরহান ওয়ানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। গত বছর ওই দিনে উপত্যকায় একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটায় ঝুঁকি না নিয়ে জম্মু-কাশ্মীর সড়ক ও মোগল সড়ক বন্ধ করে দেওয়া হয়। তবে গত কাল পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ প্রায় ৬ হাজারের বেশি দর্শনার্থী জম্মু থেকে অমরনাথ গুহার উদ্দেশে যাত্রা করেন।

হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানি।—ফাইল চিত্র।

হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানি।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জুলাই ২০১৮ ০৩:২২
Share: Save:

হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী নির্বিঘ্নে কাটায় স্বস্তির নিঃশ্বাস ফেলল কেন্দ্র। গত কাল জঙ্গি হামলার আশঙ্কায় অমরনাথ যাত্রা বন্ধ থাকলেও আজ ফের জম্মু থেকে যাত্রা শুরু করেন দর্শনার্থীরা।

গত কাল ছিল জঙ্গি বুরহান ওয়ানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। গত বছর ওই দিনে উপত্যকায় একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটায় ঝুঁকি না নিয়ে জম্মু-কাশ্মীর সড়ক ও মোগল সড়ক বন্ধ করে দেওয়া হয়। তবে গত কাল পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ প্রায় ৬ হাজারের বেশি দর্শনার্থী জম্মু থেকে অমরনাথ গুহার উদ্দেশে যাত্রা করেন।

এরই মধ্যে জম্মু-কাশ্মীরে সরকার গড়ার প্রক্রিয়া জারি রেখেছে বিজেপি। জারি রয়েছে পিডিপি ভাঙার খেলাও। সূত্রের খবর, ইতিমধ্যেই পাঁচ জন পিডিপি বিধায়ক মেহবুবা মুফতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বিজেপির সঙ্গে হাত মেলাতে প্রস্তুত। দলীয় বিধায়কদের মধ্যে ক্ষোভের কারণে গত কাল প্রত্যেক বিধায়কের সঙ্গে আলাদা করে বৈঠক করেন মেহবুবা। বিজেপির সঙ্গে জোট ভাঙার পর থেকেই প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব মুফতি। আজ মুফতির সেই মনোভাবের সমালোচনা করে ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ‘‘এক সময়ে পিডিপি-বিজেপি জম্মু-কাশ্মীরের উন্নতির স্বপ্ন দেখিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার পড়ে যেতেই এখন একে অপরের বিরুদ্ধে সরব।’’

আরও পড়ুন: অম্বানীর বিশ্ববিদ্যালয়কে শিরোপা কেন্দ্রের, বিতর্ক

এরই মধ্যে আজ জম্মু-কাশ্মীরের জন্য হিন্দু মুখ্যমন্ত্রীর দাবি তুলেছেন বিজেপির রাজ্যসভা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। আজ মুম্বইতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘জম্মু-কাশ্মীরের জন্য এক জন হিন্দু মুখ্যমন্ত্রী প্রয়োজন। যদি পিডিপি-র একজন হিন্দু বা শিখ বিধায়ক থাকত, তাহলে তাঁকেই মুখ্যমন্ত্রী বানানো হত। জম্মু-কাশ্মীরে কেবল সংখ্যালঘু মুখ্যমন্ত্রী নির্বাচনের যে রীতি জহওরলাল নেহরু তৈরি করেছিলেন তা মানা হবে না।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE