উত্তরপ্রদেশে বিশেষ ভাবে সক্ষমদের জন্য তৈরি একটি স্কুলের আবাসিক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন তিন জন। ধৃতদের মধ্যে রয়েছেন স্কুলের সভাপতি, প্রাক্তন দ্বাররক্ষী, প্রাক্তন কর্মী। নির্যাতিতা মানসিক ভারসাম্যহীন। উত্তরপ্রদেশের বরাবাঁকির ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিলে ২৬ বছরের এক মহিলাকে অপহরণ করে গণধর্ষণ করা হয়েছিল। তার পর থেকে নির্যাতিতার খোঁজ মেলেনি। তাঁকে গণধর্ষণের অভিযোগে ওই স্কুলের সভাপতি রাজেশ রত্নাকর, প্রাক্তন রক্ষী রাম কৈলাস এবং প্রাক্তন কর্মী অমৃতকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশের তরফে জানানো হয়েছে, হায়দরগড় থানার অন্তর্গত নরেন্দ্রপুর গ্রামে গণধর্ষণ করা হয়েছে মহিলাকে। গত মঙ্গলবার ওই তিন জনের বিরুদ্ধে এফআইআর করেছিলেন স্কুলের ডিরেক্টর সুনীতা দেবী। তার পর বৃহস্পতিবার তিন জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার দীনেশকুমার সিংহ জানিয়েছেন, ওই মহিলার খোঁজ করছে পুলিশ। তাঁকে কোথাও আটকে রাখা হয়েছে কি না, দেখা হচ্ছে।