বিদেশি জোগানদার সেজে প্রযুক্তি সংস্থার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেন প্রতারকেরা! সম্প্রতি হায়দরাবাদে ঘটনাটি ঘটেছে। প্রতারকদের খোঁজে তদন্তে নেমেছে পুলিশের সাইবার অপরাধ দমন শাখা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের জনপ্রিয় প্রযুক্তি সংস্থা এমইআইএল-এর সঙ্গে। নেদারল্যান্ডের একটি সংস্থার থেকে বার্নার এবং ফার্নেস চুল্লি কিনত ওই সংস্থা। সম্প্রতি প্রতারকেরা সেই বিদেশি সংস্থার ইমেল অ্যাকাউন্ট নকল করে এমইআইএল-এর সঙ্গে যোগাযোগ করেন। বার্নার এবং ফার্নেস-এর দাম বাবদ পাঁচ কোটি ৪৭ লক্ষ টাকা একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে বলা হয়। কথা মতো জানুয়ারি মাসের ২৫ তারিখে টাকা পাঠিয়েও দেয় এমইআইএল। তবে নেদারল্যান্ডে নয়, বরং সেই টাকা চলে যায় আমেরিকার এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অভিযোগ, প্রথমে সন্দেহ হলেও প্রতারকেরা সংস্থার কর্মীদের বলেছিলেন, তাঁদের পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিছু আইনি জটিলতার কারণে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে টাকা নতুন একটি অ্যাকাউন্টে পাঠাতে হবে। সে কথা বিশ্বাস করে নেন সংস্থার কর্মীরা।
আরও পড়ুন:
কিছু দিন পর এমইআইএল-র কর্মীরা বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন তাঁরা। এর পরেই তাঁরা তেলঙ্গানার সাইবার সিকিয়োরিটি দফতরের দ্বারস্থ হয়েছেন। অভিযোগের ভিত্তিতে তৎপরতার সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮ (৪), ৩১৯ (২), ৩৩৮ এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ধারার অধীনে দায়ের হয়েছে মামলাও। পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয়, বরং আমেরিকার এক অ্যাকাউন্টে টাকা গিয়েছে। ফলে প্রতারকেরা বিদেশি বলেই মনে করছে পুলিশ। যদি ওই অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই টাকা তোলা না হয়ে থাকে, তা হলে টাকা পুনরুদ্ধারেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।