ভারতের সর্বোচ্চ সেনা-সম্মান পরমবীর চক্র। ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি গোলাকার একটি পদক। দেড় ইঞ্চিরও ছোট ব্যাসের এই গোলাকার ধাতু ছুঁয়ে দেখার অধিকার অর্জন করা মুখের কথা নয়। প্রায় ১৪০ কোটি মানুষের জীবনের দায়িত্ব নিয়ে প্রতিনিয়ত নিজেদের জীবন বাজি রেখে চলেছেন যাঁরা, তাঁদের মধ্যে থেকেই হাতে গোনা কয়েক জন সেই অধিকার লাভ করেন।
পরমবীর চক্রের ভিতরের নকশা লক্ষ করলে দেখা যায়, তার এক পিঠের মাঝে রয়েছে অশোক চক্র এবং তাকে ঘিরে চারদিকে চারটি বজ্র। পুরাণ অনুসারে, ঋষি দধীচির আত্মত্যাগের পর তাঁর পাঁজরের হাড় দিয়ে তৈরি হয়েছিল দেবরাজ ইন্দ্রের অস্ত্র বজ্র। পরমবীর চক্রের এই বজ্র তাই আত্মত্যাগের পরিচয় বহন করে। চক্রের অন্য পিঠের মাঝখান ফাঁকা রাখা হয়েছে। চারপাশে ইংরাজি এবং হিন্দি অক্ষরে লেখা ‘পরম বীর চক্র’।