মারুথাপ্পা নটরাজন। ফাইল চিত্র।
মারা গেলেন জেলবন্দি এআইএডিএমকে নেত্রী শশিকলা নটরাজনের স্বামী মারুথাপ্পা নটরাজন। সোমবার রাত দেড়টা নাগাদ তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৪ বছর।
গত ১৬ তারিখ বুকে সংক্রমণে আক্রান্ত নটরাজনকে চেন্নাইয়ের গ্লেনেগলস গ্লোবাল সিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। সোমবার রাতে হাসপাতালের তরফে জানানো হয়, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে নটরাজনের।
হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, গত দু’দিনে নটরাজনের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটে। তাঁকে ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল। এর আগে গত বছরের অক্টোবরে কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নটরাজন।
আরও পড়ুন: প্রবাসী নিপীড়িতাদের পাশে দাঁড়াতে উদ্যোগ
প্রয়াত নটরাজনের স্ত্রী তথা এআইএডিএমকের প্রাক্তন নেত্রী শশিকলা নটরাজন এই মুহূর্তে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় কর্নাটকের জেলে বন্দি। শীর্ষ আদালত তাঁকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
গত অক্টোবরেই স্বামী নটরাজনের অসুস্থতার সময় ৫ দিনের প্যারোলে জেলের বাইরে এসেছিলেন শশিকলা। সূত্রের খবর, নটরাজনের শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেন শশিকলা। মঙ্গলবারই প্রয়াত নটরাজনের শেষকৃত্য হওয়ার কথা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy