Advertisement
২৩ নভেম্বর ২০২৪

বার করা হচ্ছে ৩ হাজার বছরের যোদ্ধাদের দেহাবশেষ, ক্লোন সেনার বাহিনী বানাচ্ছে রাশিয়া

৩০০০ বছর আগের এক যাযাবর গোত্রীয় যোদ্ধাদের হুবহু নকল বা ক্লোন বানাতে চায় রাশিয়া। লক্ষ্য, সেই ক্লোন দিয়ে বিশাল সেনাবাহিনী তৈরি করা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২১ ০৯:৫৬
Share: Save:
০১ ২৭
এ যেন বাস্তবের ‘ইউনিভার্সাল সোলজার’। ভয়ঙ্কর সেনাদের এমন একটা দল যাদের হারানো প্রায় অসম্ভব।

এ যেন বাস্তবের ‘ইউনিভার্সাল সোলজার’। ভয়ঙ্কর সেনাদের এমন একটা দল যাদের হারানো প্রায় অসম্ভব।

০২ ২৭
বাস্তবেও তেমনই এক অপরাজেয় বাহিনী তৈরির কথা ভাবছে রাশিয়া। ৩০০০ বছর আগের এক যাযাবর গোষ্ঠির ভয়ঙ্কর যোদ্ধাদের হুবহু নকল বা ক্লোন বানাতে চাইছে তারা।

বাস্তবেও তেমনই এক অপরাজেয় বাহিনী তৈরির কথা ভাবছে রাশিয়া। ৩০০০ বছর আগের এক যাযাবর গোষ্ঠির ভয়ঙ্কর যোদ্ধাদের হুবহু নকল বা ক্লোন বানাতে চাইছে তারা।

০৩ ২৭
কী জন্য এই বাহিনী গড়তে চায় রাশিয়া, তা স্পষ্ট নয় এখনও। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোইগু সরকারি মঞ্চে এ ব্যাপারে বেশ জোরালো ইঙ্গিত দিয়েছেন।

কী জন্য এই বাহিনী গড়তে চায় রাশিয়া, তা স্পষ্ট নয় এখনও। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোইগু সরকারি মঞ্চে এ ব্যাপারে বেশ জোরালো ইঙ্গিত দিয়েছেন।

০৪ ২৭
রাশিয়া বিশ্বের বৃহত্তম সেনাশক্তিগুলির অন্যতম। সেনার সংখ্যায় তো বটেই, ক্ষমতার জোরেও বিশ্বের অন্যতম সেরা এই দেশের সেনাবাহিনী।

রাশিয়া বিশ্বের বৃহত্তম সেনাশক্তিগুলির অন্যতম। সেনার সংখ্যায় তো বটেই, ক্ষমতার জোরেও বিশ্বের অন্যতম সেরা এই দেশের সেনাবাহিনী।

০৫ ২৭
সম্প্রতি রাশিয়ার সর্বেসর্বা ভ্লাদিমির পুতিন রাশিয়ার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করারর নির্দেশ দিয়েছিলেন।

সম্প্রতি রাশিয়ার সর্বেসর্বা ভ্লাদিমির পুতিন রাশিয়ার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করারর নির্দেশ দিয়েছিলেন।

০৬ ২৭
নির্দেশ পেয়ে কাজ শুরু করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই। পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত সেরগেই রাশিয়ার সেনাপ্রধানও বটে।

নির্দেশ পেয়ে কাজ শুরু করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই। পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত সেরগেই রাশিয়ার সেনাপ্রধানও বটে।

০৭ ২৭
সেরগেই তাঁর প্রতি পুতিনের প্রত্যাশার মান রেখেছেন। রাশিয়ার সেনাবাহিনীর জন্য বিশেষ ক্লোন যোদ্ধাদের বাহিনী বানানোর ভাবনা তাঁরই।

সেরগেই তাঁর প্রতি পুতিনের প্রত্যাশার মান রেখেছেন। রাশিয়ার সেনাবাহিনীর জন্য বিশেষ ক্লোন যোদ্ধাদের বাহিনী বানানোর ভাবনা তাঁরই।

০৮ ২৭
এ জন্য ৩০০০ বছরের পুরনো ওই যোদ্ধাদের দেহাবশেষ থেকে সংগৃহীত ডিএনএ নিয়ে গবেষণার কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

এ জন্য ৩০০০ বছরের পুরনো ওই যোদ্ধাদের দেহাবশেষ থেকে সংগৃহীত ডিএনএ নিয়ে গবেষণার কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

০৯ ২৭
সিথিয়ানস নামে ওই যাযাবর যোদ্ধাদের দেহাবশেষ প্রায় দু’দশক আগে উদ্ধার হয়েছিল সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চল থেকে।

সিথিয়ানস নামে ওই যাযাবর যোদ্ধাদের দেহাবশেষ প্রায় দু’দশক আগে উদ্ধার হয়েছিল সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চল থেকে।

১০ ২৭
প্রকৃতিগত যোদ্ধা এবং যাযাবর জাতি এই সিথিয়ানসরা মোঙ্গলদের পূর্বপুরুষ। খ্রিস্টপূর্ব নবম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী পর্যন্ত তারা ইরানের বাসিন্দা ছিল। একটা সময়ে ইউরেশিয়ার বিস্তীর্ণ এলাকায় দৌরাত্ম্য চলত এই সিথিয়ানসদের। পরে ইউরেশিয়ার একটা বড় অংশের দখল নিয়েছিল মোঙ্গলরা। এসেছিল ভারতেও।

প্রকৃতিগত যোদ্ধা এবং যাযাবর জাতি এই সিথিয়ানসরা মোঙ্গলদের পূর্বপুরুষ। খ্রিস্টপূর্ব নবম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী পর্যন্ত তারা ইরানের বাসিন্দা ছিল। একটা সময়ে ইউরেশিয়ার বিস্তীর্ণ এলাকায় দৌরাত্ম্য চলত এই সিথিয়ানসদের। পরে ইউরেশিয়ার একটা বড় অংশের দখল নিয়েছিল মোঙ্গলরা। এসেছিল ভারতেও।

১১ ২৭
সেরগেই সেই যোদ্ধাদের জিন থেকেই হুবহু নকল সেনা বানাতে চান রাশিয়ার জন্য। অন্তত তিনি নিজে তেমনই ইঙ্গিত দিয়েছেন।

সেরগেই সেই যোদ্ধাদের জিন থেকেই হুবহু নকল সেনা বানাতে চান রাশিয়ার জন্য। অন্তত তিনি নিজে তেমনই ইঙ্গিত দিয়েছেন।

১২ ২৭
এপ্রিলের মাঝামাঝি রাশিয়ার জিওগ্রাফিকাল সেসাইটির একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন সেরগেই। সেখানে তিনি এই সিথিয়ান প্রজাতির কবরের প্রসঙ্গ তোলেন। সেরগেই বলেছিলেন, ‘‘সাইবেরিয়ার তুন্দ্রা থেকে পাওয়া সিথিয়ান যোদ্ধাদের ডিএনএ থেকে কিছু একটা বানানো যাবে বলে আশা করছি। তা ডলি দ্য শিপের চেয়ে ভাল কিছুই হবে হয়তো।’’

এপ্রিলের মাঝামাঝি রাশিয়ার জিওগ্রাফিকাল সেসাইটির একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন সেরগেই। সেখানে তিনি এই সিথিয়ান প্রজাতির কবরের প্রসঙ্গ তোলেন। সেরগেই বলেছিলেন, ‘‘সাইবেরিয়ার তুন্দ্রা থেকে পাওয়া সিথিয়ান যোদ্ধাদের ডিএনএ থেকে কিছু একটা বানানো যাবে বলে আশা করছি। তা ডলি দ্য শিপের চেয়ে ভাল কিছুই হবে হয়তো।’’

১৩ ২৭
জিনের গঠন হুবহু নকল করে নতুন প্রাণের জন্ম দেওয়াকে ক্লোনিং বলা হয়। ডলি নামের একটি ভেড়ার নকল বানিয়ে বিজ্ঞানীরা আগেই দেখিয়েছেন স্তন্যপায়ী প্রাণীদের হুবহু নকল বানানো সম্ভব।

জিনের গঠন হুবহু নকল করে নতুন প্রাণের জন্ম দেওয়াকে ক্লোনিং বলা হয়। ডলি নামের একটি ভেড়ার নকল বানিয়ে বিজ্ঞানীরা আগেই দেখিয়েছেন স্তন্যপায়ী প্রাণীদের হুবহু নকল বানানো সম্ভব।

১৪ ২৭
ওই মঞ্চে সেরগেই সরাসরি মানুষের ক্লোন বানানোর উল্লেখ না করলেও বিজ্ঞানীরা বুঝেছিলেন আদপে তা-ই বলতে চাইছেন উনি।

ওই মঞ্চে সেরগেই সরাসরি মানুষের ক্লোন বানানোর উল্লেখ না করলেও বিজ্ঞানীরা বুঝেছিলেন আদপে তা-ই বলতে চাইছেন উনি।

১৫ ২৭
সেরগেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন, ওই যোদ্ধাদের দেহাবশেষ থেকে এমন কিছু জৈব কোষের সন্ধান পাওয়া গিয়েছে, যা তাঁদের ক্লোন বানানোর জন্য কাজে লাগানো যেতে পারে।

সেরগেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন, ওই যোদ্ধাদের দেহাবশেষ থেকে এমন কিছু জৈব কোষের সন্ধান পাওয়া গিয়েছে, যা তাঁদের ক্লোন বানানোর জন্য কাজে লাগানো যেতে পারে।

১৬ ২৭
কিন্তু মানুষের ক্লোন বানানো কি আদৌ সম্ভব? তা-ও আবার কবর খুঁড়ে বের করা হাজার হাজার বছরের পুরনো দেহাবশেষ থেকে?

কিন্তু মানুষের ক্লোন বানানো কি আদৌ সম্ভব? তা-ও আবার কবর খুঁড়ে বের করা হাজার হাজার বছরের পুরনো দেহাবশেষ থেকে?

১৭ ২৭
বিজ্ঞানীরা বলছেন, সাইবেরিয়ার যে অঞ্চলে সিথিয়ানস সেনাদের দেহাবশেষ পাওয়া গিয়েছে, সেখানে তাপমাত্রা অত্যন্ত কম। সারা বছরই সেখানকার মাটি ঠান্ডায় জমে থাকে। ফলে ৩০০০ বছরের পুরনো দেহ থেকেও কিছু জৈব অবশেষ পাওয়া সম্ভব যা ক্লোন তৈরির কাজে লাগতে পারে।

বিজ্ঞানীরা বলছেন, সাইবেরিয়ার যে অঞ্চলে সিথিয়ানস সেনাদের দেহাবশেষ পাওয়া গিয়েছে, সেখানে তাপমাত্রা অত্যন্ত কম। সারা বছরই সেখানকার মাটি ঠান্ডায় জমে থাকে। ফলে ৩০০০ বছরের পুরনো দেহ থেকেও কিছু জৈব অবশেষ পাওয়া সম্ভব যা ক্লোন তৈরির কাজে লাগতে পারে।

১৮ ২৭
তবে সমস্যা অন্য জায়গায়। মানুষের ক্লোন এখনও পর্যন্ত তৈরিই করে উঠতে পারেননি বিজ্ঞানীরা। অন্তত প্রকাশ্যে তেমন দাবি করেননি কেউই।

তবে সমস্যা অন্য জায়গায়। মানুষের ক্লোন এখনও পর্যন্ত তৈরিই করে উঠতে পারেননি বিজ্ঞানীরা। অন্তত প্রকাশ্যে তেমন দাবি করেননি কেউই।

১৯ ২৭
এক্ষেত্রে বেশ কিছু জটিলতাও রয়েছে, জানাচ্ছেন বিজ্ঞানীরাই।

এক্ষেত্রে বেশ কিছু জটিলতাও রয়েছে, জানাচ্ছেন বিজ্ঞানীরাই।

২০ ২৭
সাধারণত ক্লোন তৈরির জন্য পুরনো কোষ থেকে নতুন কোষে নিউক্লিয়াস স্থানান্তর করার প্রয়োজন হয়। তার জন্য প্রথমে নতুন কোষের নিউক্লিয়াসটিকে সরাতে হয়। মানব কোষের দু’টি অত্যন্ত প্রয়োজনীয় প্রোটিনকে অক্ষত রেখে সম্পূর্ণ করতে হয় এই প্রক্রিয়া। কিন্তু মুশকিল হল এই দুই প্রোটিন নিউক্লিয়াসের এত কাছে থাকে যে, তাদের ক্ষতি না করে নিউক্লিয়াসটিকে সরানো যায় না। এই সমস্যার কারণেই আজ পর্যন্ত মানুষের ক্লোন তৈরি করা যায়নি।

সাধারণত ক্লোন তৈরির জন্য পুরনো কোষ থেকে নতুন কোষে নিউক্লিয়াস স্থানান্তর করার প্রয়োজন হয়। তার জন্য প্রথমে নতুন কোষের নিউক্লিয়াসটিকে সরাতে হয়। মানব কোষের দু’টি অত্যন্ত প্রয়োজনীয় প্রোটিনকে অক্ষত রেখে সম্পূর্ণ করতে হয় এই প্রক্রিয়া। কিন্তু মুশকিল হল এই দুই প্রোটিন নিউক্লিয়াসের এত কাছে থাকে যে, তাদের ক্ষতি না করে নিউক্লিয়াসটিকে সরানো যায় না। এই সমস্যার কারণেই আজ পর্যন্ত মানুষের ক্লোন তৈরি করা যায়নি।

২১ ২৭
এ ছাড়াও মানুষের ক্লোন বানানো আইনত বৈধ নয়। সেরগেইয়ের প্রস্তাবের কথা ছড়িয়ে পড়ার পর তাই তা বিস্মিত করেছে বিজ্ঞানীদের।

এ ছাড়াও মানুষের ক্লোন বানানো আইনত বৈধ নয়। সেরগেইয়ের প্রস্তাবের কথা ছড়িয়ে পড়ার পর তাই তা বিস্মিত করেছে বিজ্ঞানীদের।

২২ ২৭
অনেকে আবার প্রশ্ন তুলেছেন, যদি কোনওক্রমে রাশিয়া ওই আইনি বাধা এবং বৈজ্ঞানিক প্রতিকূলতা কাটিয়েও ওঠে তার পরেও কি ওই নকল যোদ্ধাদের সেনাবাহিনীর স্বপ্ন পূরণ হবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর?

অনেকে আবার প্রশ্ন তুলেছেন, যদি কোনওক্রমে রাশিয়া ওই আইনি বাধা এবং বৈজ্ঞানিক প্রতিকূলতা কাটিয়েও ওঠে তার পরেও কি ওই নকল যোদ্ধাদের সেনাবাহিনীর স্বপ্ন পূরণ হবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর?

২৩ ২৭
দুর্ধর্ষ যোদ্ধা আর অসাধারণ ঘোড়সওয়ার সিথিয়ানসদের জিন এই জমানায় যোদ্ধা হিসেবে কতটা দক্ষ বানাবে ওই ক্লোন সেনানীদের?

দুর্ধর্ষ যোদ্ধা আর অসাধারণ ঘোড়সওয়ার সিথিয়ানসদের জিন এই জমানায় যোদ্ধা হিসেবে কতটা দক্ষ বানাবে ওই ক্লোন সেনানীদের?

২৪ ২৭
সেরগেইয়ের ভাবনা অনুযায়ী যদি সব ঠিকঠাক চলে, তা হলেও অন্তত ২০ বছর সময় লাগবে এই সেনাবাহিনী তৈরি করতে।

সেরগেইয়ের ভাবনা অনুযায়ী যদি সব ঠিকঠাক চলে, তা হলেও অন্তত ২০ বছর সময় লাগবে এই সেনাবাহিনী তৈরি করতে।

২৫ ২৭
প্রশ্ন উঠেছে,এই সেনাদের শিশু অবস্থায় দেখভাল কারা করবেন, আইনত তাদের বাবা-মায়ের দায়িত্বই বা বর্তাবে কাদের উপর?

প্রশ্ন উঠেছে,এই সেনাদের শিশু অবস্থায় দেখভাল কারা করবেন, আইনত তাদের বাবা-মায়ের দায়িত্বই বা বর্তাবে কাদের উপর?

২৬ ২৭
বিজ্ঞানীরা এ-ও বলেছেন যে, জিন আমাদের স্বভাবগত কিছু বিষয়ে প্রভাব ফেলে ঠিকই। তবে চারিত্রিক গঠন বা ভাবনার পুরোটাই তৈরি হয় আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং বেড়ে ওঠার উপরে।

বিজ্ঞানীরা এ-ও বলেছেন যে, জিন আমাদের স্বভাবগত কিছু বিষয়ে প্রভাব ফেলে ঠিকই। তবে চারিত্রিক গঠন বা ভাবনার পুরোটাই তৈরি হয় আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং বেড়ে ওঠার উপরে।

২৭ ২৭
সিথিয়ানসদের জিন থেকে তৈরি ওই ক্লোন সেনারা কি বদলে দেবে যুদ্ধ এবং সেনার সংজ্ঞা? আপাতত অপেক্ষা করা ছাড়া বিশেষ কিছু করার নেই।

সিথিয়ানসদের জিন থেকে তৈরি ওই ক্লোন সেনারা কি বদলে দেবে যুদ্ধ এবং সেনার সংজ্ঞা? আপাতত অপেক্ষা করা ছাড়া বিশেষ কিছু করার নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy