Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
RSS

রণকৌশল স্থির করতে বৈঠক আরএসএসের

গত বছর ওই বৈঠকে আরএসএসের শতবর্ষ উপলক্ষে সারা দেশে এক লক্ষ শাখাকেন্দ্র খোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। ৮০ হাজার কেন্দ্র খোলা সম্ভব হয়েছে।

Representational image of RSS.

পানিপথে বৈঠকে বসতে চলেছে আরএসএসের সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী অখিল ভারতীয় প্রতিনিধি সভা। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ০৫:৫৩
Share: Save:

সামনে ছ’টি রাজ্যে বিধানসভা নির্বাচন। তার পরে বছর ঘুরলেই রয়েছে লোকসভা। তাই চলতি বছরে কোন রণকৌশল সামনে রেখে এগোনো হবে, তা ঠিক করতে আগামী ১২-১৪ মার্চ হরিয়ানার পানিপথে বৈঠকে বসতে চলেছে আরএসএসের সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী অখিল ভারতীয় প্রতিনিধি সভা।

আরএসএস সূত্রে বলা হয়েছে, গত এক বছরে সংগঠন কেমন কাজ করেছে, দেশ জুড়ে সংগঠনের কেমন বৃদ্ধি হয়েছে, তা যেমন তিন দিনের ওই বৈঠকে খতিয়ে দেখা হবে, তেমনই আগামী বছর দল কোন পথে চলবে, সেই রণনীতিও স্থির হবে। কর্মকর্তা তৈরি করা এবং তাঁদের প্রশিক্ষণ নিয়েও আলোচনা হবে। আরএসএসের মুখপাত্র সুনীল অম্বেকর বলেন, ‘‘আগামী বছর আরএসএসের শতবর্ষ শুরু হতে চলেছে। তাই শতবার্ষিকী অনুষ্ঠানের রূপরেখা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাব গ্রহণ করা হবে সেখানে।’’ বৈঠকে উপস্থিত থাকবেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত-সহ শীর্ষ নেতারা। সূত্রের মতে, দেশে হিন্দুত্বের বিকাশ, মুসলিমদের ভূমিকা, ধর্মান্তরণ ছাড়াও বিলগ্নিকরণের মতো বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বৈঠকে।

গত বছর ওই বৈঠকে আরএসএসের শতবর্ষ উপলক্ষে সারা দেশে এক লক্ষ শাখাকেন্দ্র খোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। ৮০ হাজার কেন্দ্র খোলা সম্ভব হয়েছে। আগামী এক বছরে ওই লক্ষ্যমাত্রা কী ভাবে ছোঁয়া সম্ভব, তা নিয়েও আলোচনার কথা রয়েছে। আলোচনাচক্রে যোগ দেবেন প্রায় ১৪০০ কর্মী।

অন্য বিষয়গুলি:

RSS strategy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy