উদ্ধার হওয়া নগদ টাকা। ছবি টুইটার।
বিহারের তিন সরকারি আধিকারিকের বাড়িতে ‘টাকার পাহাড়ে’র হদিস পেলেন তদন্তকারীরা। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকা।
শনিবার পটনা ও কিষানগঞ্জের একাধিক এলাকায় হানা দিয়েছে ‘ভিজিল্যান্স ইনভেস্টিগেশন ব্যুরো’র (ভিআইবি) দল। পূর্ত বিভাগের কিষানগঞ্জ ডিভিশনের এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়র সঞ্জয় কুমার রাই ও তাঁর সহযোগীদের বাড়ি-সহ একাধিক এলাকায় তল্লাশি চালান তদন্তকারীরা। সঞ্জয়ের অধীনে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়র ও কোষাধ্যক্ষের বাড়িতেও অভিযান চালানো হয়।
#WATCH | Bihar: Cash counting is underway at the residence of Sanjay Kumar Rai, Executive Engineer of the Kishanganj Division of Rural Works Department in Patna.
— ANI (@ANI) August 27, 2022
Vigilance department has conducted raids at 3-4 premises of Sanjay Kumar Rai in Bihar pic.twitter.com/RwW04tNs4I
সংবাদ সংস্থা সূত্রে খবর, কিষানগঞ্জে কোষাধ্যক্ষের বাড়ি থেকে তিন কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে পটনায় সঞ্জয়ের বাড়ি থেকে প্রায় এক কোটি নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান। আনা হয়েছে টাকা গোনার যন্ত্র। আরও টাকা উদ্ধার করা হতে পারে মনে করছেন তদন্তকারীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy