যে কোনও যুদ্ধই নায়কের জন্ম দেয়। আর এই নায়কদের ঘিরেই তৈরি হয় নানা কিংবদন্তি। স্বাধীনতা উত্তর যুগে ভারতীয় সেনাবাহিনীতে এসেছেন এমন অনেক সেনা, অফিসার, যাঁদের সাহসিকতার গল্প আজও লোকের মুখে মুখে ঘোরে। হাবিলদার আব্দুল হামিদ, সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল, মেজর কুলদীপ সিংহ, ক্যাপ্টেন বিক্রম বাত্রারা ভারতীয় সেনাবাহিনীর এমনই সব বীর যোদ্ধা। রাইফেলম্যান যশোবন্ত সিংহ রাওয়াতও এঁদেরই এক জন। বাষট্টির ভারত-চিন যুদ্ধের শহিদ, যাঁকে নিয়ে আজও ছড়িয়ে রয়েছে নানা মিথ।