All need to know about Ravichandran Ashwin and his net worth dgtl
Ravichandran Ashwin
৯ কোটির প্রাসাদ, বহুমূল্য গাড়ি, নিজস্ব ব্যবসা! মোট কত কোটির মালিক সদ্য অবসর নেওয়া অশ্বিন?
১৯৮৬ সালের ১৭ সেপ্টেম্বর চেন্নাইয়ে অশ্বিনের জন্ম। সেখানেই শুরু তাঁর ক্রিকেট কেরিয়ার। অফ স্পিনার হিসাবে পরিচিতি পাওয়ার আগে ব্যাটার হিসাবেও তিনি নাম কুড়িয়েছিলেন।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১২:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের তৃতীয় টেস্ট শেষ হতেই আচমকা সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।
০২১৯
ব্রিসবেনে খেলা শেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে যান অশ্বিন। তিনি বলেন, “আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।”
০৩১৯
অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর দেশে ফিরে এসেছেন অশ্বিন। চেন্নাইয়ে তাঁকে স্বাগত জানিয়েছে পরিবার। অশ্বিন জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও তাঁর মধ্যে এখনও ক্রিকেট বেঁচে আছে। তবে এর পরে শুধুমাত্র ক্লাব স্তরে খেলবেন তিনি।
০৪১৯
১৯৮৬ সালের ১৭ সেপ্টেম্বর চেন্নাইয়ে অশ্বিনের জন্ম। সেখানেই শুরু তাঁর ক্রিকেট কেরিয়ার। অফ স্পিনার হিসাবে পরিচিতি পাওয়ার আগে ব্যাটার হিসাবেও তিনি নাম কুড়িয়েছিলেন।
০৫১৯
আইপিএল-এ ‘চেন্নাই সুপার কিংস’-এর হয়ে ধারাবাহিক ভাবে ভাল খেলার জেরে ভারতীয় দলে পাকাপাকি ভাবে জায়গা হয়ে যায় অশ্বিনের। দ্রুত দলের অন্যতম প্রধান স্পিনার হয়ে ওঠেন।
০৬১৯
বছরের পর বছর ধরে স্পিনের জাদুতে ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন অশ্বিন। কিন্তু জানা আছে কি মোট কত টাকার সম্পত্তি রয়েছে ভারতীয় এই অফ স্পিনারের?
০৭১৯
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের হিসাবে অশ্বিনের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১৩০ কোটি টাকা। ২০২৩ সালের হিসাবে যা ছিল ১১৭ কোটি।
০৮১৯
অশ্বিনের আয়ের বড় অংশ আসে মূলত ক্রিকেট চুক্তি থেকে। যার মধ্যে বিসিসিআই থেকে বেতন এবং ম্যাচ ফি মিলিয়ে বার্ষিক ১০ কোটি টাকারও বেশি আয় করেন তিনি।
০৯১৯
আইপিএলে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন অশ্বিন। প্রতি সিজ়নে পেয়েছেন ৫ কোটি টাকা করে।
১০১৯
আসন্ন আইপিএলে আবার পুরনো দল চেন্নাই সুপার কিংসে ফিরছেন অশ্বিন। তাঁকে আবার হলুদ জার্সিতে দেখা যাবে। এ বারের নিলামে অশ্বিনকে ৯.৭৫ কোটি টাকায় কিনেছে চেন্নাই।
১১১৯
‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসাবে মিন্ত্রা, ওপো এবং কোকা কোলার মতো বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অশ্বিন। সেখান থেকেও তাঁর আয় কোটিতে।
১২১৯
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিয়্যাল এস্টেটে ২৬ কোটি টাকার বিনিয়োগ রয়েছে অশ্বিনের। চেন্নাইয়ে যে বিলাসবহুল বাড়িতে তিনি এবং তাঁর পরিজনেরা থাকেন, তার মূল্য ৯ কোটি টাকা।
১৩১৯
অশ্বিনের বিলাসবহুল গাড়ির শখ রয়েছে বলে খুব একটা শোনা যায় না। যদিও তাঁর সংগ্রহে রোলস রয়েস এবং অডি কিউ ৭-এর মতো বহুমূল্য গাড়ি রয়েছে।
১৪১৯
নিজস্ব ব্যবসাও রয়েছে অশ্বিনের। ‘ক্যারম বল’ নামে একটি মিডিয়া সংস্থার মালিক তিনি। অশ্বিন ‘কিং অফ ক্যারম বল’ নামে পরিচিত। সেই নামেই সংস্থারও নাম দিয়েছেন। সংস্থাটি বিভিন্ন ব্র্যান্ডের প্রচার সংক্রান্ত কাজকর্ম করে।
১৫১৯
অশ্বিন সমাজমাধ্যমে মোটামুটি ভাবে সক্রিয়। নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। সেই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১৬ লক্ষেরও বেশি।
১৬১৯
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অফ স্পিন বোলার হিসাবে বিবেচিত হন অশ্বিন। উল্লেখ্য, ভারতের হয়ে ১০৫টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। পাশাপাশি ৩৪৭৪ রানও করেছেন তিনি। রয়েছে ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান।
১৭১৯
সচিনের সঙ্গে দু’বছর ভারতীয় দলে খেলেছেন অশ্বিন। ২০১১ সালে এক দিনের বিশ্বকাপজয়ী দলেও ছিলেন দু’জনই।
১৮১৯
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেট অশ্বিনের দখলে। কিন্তু গত নিউ জ়িল্যান্ড সিরিজ় থেকেই ম্লান ছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়াতেও একমাত্র অ্যাডিলেড টেস্ট ছাড়া বাকি দুই টেস্টে প্রথম একাদশে জায়গা পাননি তিনি। সেখানে মাত্র একটি উইকেট পান।
১৯১৯
অনেকে মনে করছেন, সেই কারণেই হয়তো অবসরের সিদ্ধান্ত নিলেন টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি।