Advertisement
০২ নভেম্বর ২০২৪
Kamal Hassan

ফের রাজনীতিতে রজনীকান্ত? কমল হাসনের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা

গত বছরের ডিসেম্বরে প্রায় সব ঠিক হয়ে গিয়েও নতুন দল গঠনের বিষয়ে পিছিয়ে আসেন রজনীকান্ত। কারণ হিসেবে শারীরিক অবস্থাকেই তুলে ধরেন তিনি।

রজনীকান্ত এবং কমল হাসন। ফাইল চিত্র।

রজনীকান্ত এবং কমল হাসন। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৫
Share: Save:

তিনি কি এ বার সত্যিই রাজনীতিতে যোগ দিচ্ছেন, কমল হাসনের সঙ্গে সাক্ষাতের পর রজনীকান্তকে নিয়ে ফের জল্পনা উস্কে উঠল। শনিবার রজনীকান্তের সঙ্গে দেখা করেন কমল। তবে তাঁদের দু’জনের মধ্যে রাজনীতি নিয়ে কোনও আলোচনাই হয়নি বলে সূত্রের খবর।

রজনীকান্তের রাজনীতিতে আসা নিয়ে দীর্ঘ দিন ধরেই জল্পনা চলছে। শুধু তাই নয়, তিনি কি নতুন কোনও দল গঠন করবেন, নাকি কোনও দলে যোগ দেবেন, তা নিয়েও বিস্তর চর্চা হয়েছে রাজনৈতিক মহল থেকে আমজনতার মধ্যে। যদিও সেই জল্পনায় নিজেই জল ঢেলেছেন রজনী। কয়েক সপ্তাহ আগেই জানিয়ে দিয়েছেন, তিনি রাজনীতির ময়দানে নামছেন না।

সামনেই বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছে কমলের মাক্কাল নিধি মাইয়ম (এমএনএম) দল। এমন একটা আবহের মধ্যে ‘দুই মহারথী’র সাক্ষাৎ নিয়ে স্বাভাবিক ভাবেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

গত বছরের ডিসেম্বরে প্রায় সব ঠিক হয়ে গিয়েও নতুন দল গঠনের বিষয়ে পিছিয়ে আসেন রজনীকান্ত। কারণ হিসেবে শারীরিক অবস্থাকেই তুলে ধরেন তিনি। পরে রজনীকান্ত এ প্রসঙ্গে বলেছিলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি রাজনীতিতে অংশ নিচ্ছি না।”

ঘটনাচক্রে, কমল হাসন সম্প্রতি ঘোষণা করেন যে, আসন্ন নির্বাচনে রজনীকান্তের সমর্থন চান তিনি। তার পর পরই দু’জনের এই সাক্ষাৎ সেই রজনীকান্তের রাজনীতিতে পা রাখার জল্পনাকে এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিয়েছে।

অন্য বিষয়গুলি:

Rajinikanth Kamal Hassan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE