সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে ভাড়া। —ফাইল চিত্র ।
ভাড়া কমছে বন্দে ভারত-সহ ভারতের সমস্ত এগ্জিকিউটিভ ক্লাস ট্রেন, বিলাসবহুল ভিস্তাডোম এবং শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার ট্রেনের। সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে ভাড়া। ওই ট্রেনগুলির কত টিকিট বিক্রি হচ্ছে, তার উপর নির্ভর করে এই ভাড়া কমানো হবে। শনিবার ভারতীয় রেলের তরফে এই ঘোষণা করা হয়েছে। গত এক মাসে যে রেলগুলির মোট আসন সংখ্যার ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়নি, সেই ট্রেনগুলিতে নতুন ভাড়া অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কোন ট্রেনে কত ভাড়া কমানো হবে, সেই সিদ্ধান্ত বিভিন্ন জোনের কর্মকর্তাদের উপরেই ছেড়েছে রেল বোর্ড।
Fares of AC chair car, executive classes of all trains, including Vande Bharat, to be reduced by up to 25 pc: Rly Board
— Press Trust of India (@PTI_News) July 8, 2023
রেলওয়ে বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এসি চেয়ার কার, অনুভূতি এবং ভিস্তাডোম কোচ-সহ সমস্ত এগ্জিকিউটিভ ক্লাস ট্রেনে এই ভাড়া প্রযোজ্য হবে। সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল ভা়ড়া কমানো হতে পারে। তবে রিজার্ভেশন চার্জ, জিএসটি-সহ বাকি পরিষেবা মূল্য আলাদা করে নেওয়া হবে।’’
অন্যান্য পরিবহণ ব্যবস্থার ভাড়ার সঙ্গে তুলনা করার পর এই ছাড় দেওয়া হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy