রাহুল গাঁধী চোখের সেই ইশারা আবার ফিরে এল লোকসভায়।—ছবি পিটিআই।
ছয় মাস আগে তাঁর চোখ টেপার সঙ্গে এই প্রজন্মের হার্টথ্রব প্রিয়া প্রকাশের চোখের ইশারার তুলনা হয়েছিল। চোখের সেই ইশারা আবার ফিরে এল লোকসভায়।
লোকসভায় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে তাঁকে হতভম্ব করে ফিরে আসার পরে পাশে বসা কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দিকে তাকিয়ে চোখ টিপেছিলেন রাহুল গাঁধী। সেটা জুলাই মাসের ঘটনা। লোকসভায় অনাস্থা প্রস্তাবের আলোচনায়। এ বার রাফাল বিতর্ক নিয়ে আলোচনার সময়ে। এ বারও সেই চোখ টেপার দৃশ্য ‘ভাইরাল’ হল নেট দুনিয়ায়।
এডিএমকে-র হট্টগোলের আড়ালে মোদী সরকার আলোচনা এড়াচ্ছে বলে এত দিন কংগ্রেস অভিযোগ তুলছিল। আজ এডিএমকে নেতা এম থাম্বিদুরাই রাফাল নিয়ে প্রশ্ন তোলায় ‘এক্সেলেন্ট’ বলে তাঁকে অভিনন্দন জানান রাহুল। তার পরেই পিছন থেকে কংগ্রেস নেতাদের মন্তব্য শুনে ঘাড় ঘুরিয়ে চোখ টেপেন রাহুল।
ওই ঘটনার আগেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন নালিশ করেছেন, মোদীকে জড়িয়ে ধরে তার পরে চোখ টিপে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন রাহুল। আজ ফের লোকসভা টিভির ক্যামেরায় নতুন চোখ টেপার দৃশ্য ‘ভাইরাল’ হতে বিজেপি নেতারা অভিযোগ তোলেন, এত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময়ে কংগ্রেস সভাপতি চোখ টেপেন কী ভাবে!
ছ’মাস আগেও তাঁর চোখ টেপার সমালোচনায় কান দেননি রাহুল। আজও তিনি হাসি মুখে কটাক্ষ সহ্য করেছেন। নির্মলার জবাবের সময়ে রাহুল সভার বাইরে যেতেই হইহই করে উঠেছেন বিজেপি সাংসদেরা। রাহুল থমকে দাঁড়িয়ে বলেন, ‘‘আমি তো টয়লেটে যাচ্ছি!’’
ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট প্রসঙ্গে ওলাদেঁর বদলে মাঁকর-র নাম বলে ফেলেন রাহুল। বিজেপি নেতারা বিদ্রুপ করলে হাসি মুখে বলেন, ‘‘মাফ চাইছি। ভুল হয়েছে।’’ তার পরেই প্রধানমন্ত্রীর ফাঁকা আসনের দিকে তাকিয়ে বলেছেন, ‘‘হিজ রয়্যাল হাইনেসের মতো আমার ভুল হয় না, এমন নয়। আমার ভুল হয়।’’ নির্মলা আড়াই ঘণ্টা বক্তৃতা দিয়েও তাঁর প্রশ্নের উত্তর দেননি বলায় বিজেপি সাংসদরা চেঁচিয়ে বলেছেন, রাহুল সময় গুনতেও পারেন না। রাহুল তাতেও নির্বিকার। বলেছেন, ‘‘আচ্ছা বেশ, পারি না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy