ফাইল চিত্র।
কোভিড বিধি মেনেই পুরীর রথযাত্রা পালিত হবে এ বছর। তবে ওড়িশার আরও কোথাও রথযাত্রা পালন করা যাবে না বলে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।
স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ জেনা বৃহস্পতিবার জানিয়েছেন, এ বছর পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হবে। তবে কোনও ভক্ত এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। তবে যে সব সেবাইতের টিকার দুটো ডোজই নেওয়া থাকবে, তাঁদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন জেনা।
Puri Rath Yatra will be held this year following COVID restrictions, without the participation of devotees, only with servitors. Supreme Court guidelines, issued last year, to conduct the Rath Yatra will be followed: Odisha Special Relief Commissioner Pradeep K Jena
— ANI (@ANI) June 10, 2021
(File pic) pic.twitter.com/8Cno4YBwvw
তিনি আরও জানান, রথযাত্রার সময় পুরী জুড়ে কার্ফু জারি থাকবে। রথযাত্রার সরাসরি সম্প্রচারের ফিড সংবাদমাধ্যমগুলোকে পাঠিয়ে দেওয়া হবে। ২০২০-তে কোভিড পরিস্থিতির কারণে রথাযাত্রা বন্ধ ছিল। ওই বছরেই সুপ্রিম কোর্ট রথযাত্রা পালনের জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশিকা মেনেই এ বছর রথযাত্রা পালন করা হচ্ছে বলে জানিয়েছেন জেনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy