মন্ত্রী নভজ্যোৎ সিংহ সিধু। —ফাইল চিত্র।
পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে মন্ত্রী নভজ্যোৎ সিংহ সিধুর মন্তব্য ঘিরে উত্তপ্ত পঞ্জাব বিধানসভা। আজ সিধুকে বরখাস্তের দাবি তুলেছে অকালি দল। বাজেটে অধিবেশন শুরুর আগে আজ বিক্রম সিংহ মাজিথিয়ার নেতৃত্বে অকালি দলের বিধায়কেরা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান। বিক্ষোভে সিধুর একাধিক ছবিও পোড়ানো হয়।
প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গি নাশকতার পর পাকিস্তানের নাম না-করে সিধু বলেছিলেন, ‘‘কাপুরুষের মতো হামলা চালানো হয়েছে। তীব্র নিন্দা করছি। পরিস্থিতি যাই হোক, নাশকতা সব সময়ই নিন্দনীয়। কিন্তু হাতে গোনা কয়েক জনের অপরাধের দায় সেখানকার সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া যায় কি?’’ সিধুর ওই মন্তব্যের সমালোচনায় সরব বিজেপি এবং অকালি দল। মাজিথিয়া আজ জানিয়েছেন, পুলওয়ামার ঘটনা সম্পর্কে বিধানসভায় সর্বসম্মত ভাবে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। তাঁর কথায়, ‘‘এর পরও সিধু বলছেন পাকিস্তান এবং অন্য কাউকে দোষ দেওয়া যায় না! আমরা চাই, এই মন্তব্যের জন্য সিধুকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy