গুয়াহাটি, ২৮ মার্চ: অসমের সাংবাদিক দিলওয়ার হুসেন মজুমদার জামিন পাওয়ার পরেও দ্বিতীয় মামলায় গ্রেফতার করে তাঁকে থানা থেকে বেরোতে না দেওয়ার প্রতিবাদ চলছে রাজ্যে। পরে অবশ্য দ্বিতীয় মামলাতেও তিনি জামিন পেয়েছেন। আইনজীবীরা জানান, আগামিকাল মুক্তি পেতে পারেন তিনি। গুয়াহাটিতে পানবাজার থানার সামনে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত সাংবাদিকরা ধর্নায় বসেন। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ দিলওয়ারের ফ্ল্যাটে চড়াও হয় পুলিশ। তাঁর স্ত্রী জানান, বিভিন্ন জায়গা তল্লাশি করে বহু নথিপত্র নিয়ে যায় তারা। কিন্তু কোনও সিজ়ার লিস্ট দেওয়া হয়নি।
সকাল সাতটা নাগাদ ফের দিলওয়ারকে নিয়ে ফ্লাটে তল্লাশিতে আসে পুলিশ। গৌহাটি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি আজ জরুরি সভা করে সিদ্ধান্ত নেয়, আগামী তিন দিন সব সাংবাদিক কালো ব্যাজ পরে প্রতিবাদ জানাবেন। রবিবারে সাংবাদিকদের নিয়ে সাধারণ সভা করে পরবর্তী পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা দাবি করেছেন, নিউজ় পোর্টাল স্বীকৃত সংবাদমাধ্যম নয় এবং পোর্টালের সাংবাদিক হিসেবে দিলওয়ারও স্বীকৃত সাংবাদিক নন, তারও তীব্র প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক শিবির। দিলওয়ারের দোতলা বাড়ি, একাধিক ডাম্পার, দোকান থাকায় তাঁকে ‘সাংবাদিক নয়, ব্যবসায়ী’ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
তথ্য-জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজরিকা দাবি করেন, একই ব্যক্তি এক সঙ্গে আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী হতে পারে না। সাংবাদিকদের তরফে বলা হয়, পোর্টালের রাজ্য সরকারের স্বীকৃতির প্রয়োজন হয় না এবং সাংবাদিক হলে যে ব্যবসা করতে পারবেন না ও দরিদ্র বা মধ্যবিত্ত হতে হবে তারও মানে নেই। খোদ হিমন্তের স্ত্রীর একাধিক পোর্টাল রয়েছে এবং তাঁর চ্যানেলে কর্মরত অনেক সাংবাদিকই রীতিমতো ধনবান। দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন দিলওয়ারের গ্রেফতারির প্রতিবাদে বিবৃতি দিয়েছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)