মাইসুরুতে নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে জমায়েত। পিটিআই
গর্জে উঠেছে কেরলের মলপ্পুরমের ফুটবল স্টেডিয়াম। কোনও খেলোয়াড়ের নামে নয়, কোনও দলের সমর্থনে নয়, এক সুর গোটা স্টেডিয়াম জুড়ে— ‘আজাদি’। নয়া নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরোধিতায় বিক্ষোভ ক্রমশ ছড়িয়ে পড়ছে— ফুটবল স্টেডিয়াম থেকে গির্জার প্রার্থনায়।
গত ২৪ ডিসেম্বর ম্যাচের হাফ টাইমে স্লোগান দিতে শুরু করেন দর্শকেরা। টুইটারে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। দক্ষিণ কেরলের একটি গির্জার প্রার্থনায় একই স্লোগান— ‘আজাদি চাই’। ফুটবল মাঠে, গির্জায় আজাদি-স্লোগানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন অনেকে।
সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভে উত্তরপ্রদেশের পরিস্থিতি সব চেয়ে জটিল। গ্রেফতার হয়েছেন ১১০০ জন বিক্ষোভকারী। আটক অন্তত ৫৫৫৮ জন। নিহত ১৯। শুক্রবারের নমাজকে কেন্দ্র করে ফের বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
উত্তরপ্রদেশে বিক্ষোভে প্রাণ হারিয়েছেন অনেকে। যদিও পুলিশের দাবি, মৃতদের সবাই বিক্ষোভকারী নয়। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের দাবি, বিক্ষোভকারীদের হামলায় ২৮৮ জন পুলিশকর্মীর জখম হয়েছেন। ভাইরাল হওয়া নতুন একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে পার্ক করা গাড়ি ভাঙছে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ ঘটনাটি অস্বীকার করে জানায়, এরা জবলপুর পুলিশ। ভিডিয়োটির সত্যতা যাচাই করবে জবলপুর প্রশাসন।
আজ দিল্লির উত্তরপ্রদেশ ভবনের বাইরে পুলিশি নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন অনেকে। দু’শোরও বেশি লোককে আটক করা হয় সেখান থেকে। চেন্নাইয়ে আজও সিএএ-র বিরুদ্ধে পথে নামে মানুষ। যোগ দেন লেখক-সমাজকর্মীরাও। মুম্বইয়ের রাস্তাতেও বিক্ষোভ দেখাতে জড়ো হন হাজার হাজার লোক। জম্মুতে অবশ্য সিএএ-র সমর্থনে আজ মিছিল হয়েছে।
সংবাদ সংস্থা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy