অযোধ্যার রামমন্দিরে ‘ভয়াবহ হামলার’ হুঁশিয়ারি দিয়ে পাঠানো হল ইমেল। শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ইমেল আইডিতে ওই হুমকিবার্তা আসার পরেই তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।
অযোধ্যা জেলা পুলিশের তরফে সোমবার জানানো হয়েছে, তামিলনাড়ু থেকে কোনও এক ব্যক্তি সোমবার ভোরে ইমেলটি পাঠিয়েছেন। তার পরেই মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে এখনও রামমন্দির কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে হুমকি ইমেলের বিষয়ে কোনও বিবৃতি দেননি। প্রসঙ্গত, অযোধ্যায় রামলালার নিরাপত্তার দায়িত্বে ইতিমধ্যেই বিশেষ বাহিনী গড়েছে উত্তরপ্রদেশ পুলিশ। কেন্দ্রীয় বাহিনী ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড’ (এনএসজি)-এর তত্ত্বাবধানে সেই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশ পুলিশের বাছাই করা ২০০ অফিসার এবং জওয়ান রয়েছেন ওই বাহিনীতে। গত বছরের ২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার পরেই রামমন্দিরের দায়িত্ব নিয়েছে ওই বাহিনী। সন্ত্রাস দমন অভিযানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এনএসজি কমান্ডোদের পরিচিতি ‘ব্ল্যাক ক্যাট’ নামে। হরিয়ানার মানেসরে সেই বাহিনীর প্রশিক্ষণ শিবিরেই যোগীর বাহিনী প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। তাঁদের পোশাকও ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডোদের ধাঁচেই। ২০০৫ সালের ৫ জুলাই অযোধ্যার রামমন্দিরে আত্মঘাতী হামলা চালিয়েছিল পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ফিদায়েঁ বাহিনী। সেই ঘটনার কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ পুলিশের ওই বিশেষ দলটিকে ‘আরবান ওয়ারফেয়ার’ (শহুরে এলাকায় লড়াই), তল্লাশি অভিযান এবং পণবন্দি উদ্ধারের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।