প্রিয়ঙ্কার এই কথাতেই জল্পনা ছড়ায়। ছবি: পিটিআই
উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন প্রিয়ঙ্কা গাঁধী। তাঁর নিজের কথাতেই ছড়াল জল্পনা। কর্মসংস্থানের পরিকল্পনার রূপরেখা নির্ধারণ করে একটি ইস্তাহার প্রকাশের কর্মসূচি ছিল শুক্রবার। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী পদের জন্য কংগ্রেসের মুখ কে? তার উত্তরে প্রিয়ঙ্কা বলেন, ‘‘আপনি কি অন্য কোনও মুখ দেখতে পাচ্ছেন?’’ প্রিয়ঙ্কার এই কথাতেই জল্পনা ছড়ায়। প্রশ্ন ওঠে তা হলে তিনিই কি উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ?
#WATCH Do you see anyone else's face from the Congress Party in Uttar Pradesh? You can see my face everywhere: Congress leader Priyanka Gandhi Vadra on being asked about the chief ministerial face of Congress in the upcoming UP Assembly elections pic.twitter.com/NOt1uZKBU6
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 21, 2022
উত্তপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যোগী আদিত্যনাথকে সামনে রেখে প্রচার চালাচ্ছে। সমাজবাদী পার্টি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অখিলেশ যাদবের নাম ঘোষণা করেছে। কিন্তু প্রশ্ন, কে হতে চলেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী?
প্রিয়াঙ্কা আদৌও ভোটে দাঁড়াবেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি। তবে, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাঁকে কোনও বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা জিততে হবে না৷
যোগী আদিত্যনাথ বা অখিলেশ যাদব কেউই এর আগে কখনও রাজ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। উভয়েই উত্তপ্রদেশ বিধান পরিষদে একটি করে আসন জিতে মুখ্যমন্ত্রী হন।
যদিও এ বছর আদিত্যনাথ গোরক্ষপুর থেকে এবং অখিলেশ কারহাল কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা সম্প্রতি উত্তপ্রদেশের যুবকদের জন্য কর্মসংস্থানের পরিকল্পনার কথা জানিয়ে কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy