Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
Coronavirus

আরটি-পিসিআর পরীক্ষার খরচ ৮০০-১২০০ দিল্লিতে

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, কোভিড পরীক্ষার এই খরচ শুধু বেসরকারি সংস্থার জন্য প্রযোজ্য। সরকারি সংস্থাগুলিতে বিনা মূল্যেই কোভিড পরীক্ষা করানো যাবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ০২:৫৯
Share: Save:

দিল্লিতে ক্রমশ বেড়ে চলেছে করোনা-আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৯০৬ জন। মৃত্যু হয়েছে ৬৮ জনের। এই পরিস্থিতিতে এ বার আরটি-পিসিআর পরীক্ষার খরচ কমাল দিল্লি সরকার। এত দিন বেসরকারি সংস্থাগুলি এই পরীক্ষার জন্য সর্বোচ্চ ২৪০০ টাকা নিতে পারত। কিন্তু সেই পরীক্ষার খরচ দুই-তৃতীয়াংশ কমিয়ে ৮০০ টাকার বেশি নেওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছে প্রশাসন। তবে ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে বাড়ি থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ ১২০০ টাকা নিতে পারবে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, কোভিড পরীক্ষার এই খরচ শুধু বেসরকারি সংস্থার জন্য প্রযোজ্য। সরকারি সংস্থাগুলিতে বিনা মূল্যেই কোভিড পরীক্ষা করানো যাবে।

নয়া নির্দেশিকা অনুযায়ী, জেলা হাসপাতালের চিকিৎসকের নির্দেশ মতো সরকারি ও বেসরকারি সংস্থা নির্দিষ্ট কেন্দ্রে নমুনা সংগ্রহ করলে খরচ পড়বে সর্বোচ্চ ৮০০ টাকা। ল্যাব, হাসপাতাল অথবা অন্য নমুনা সংগ্রহ কেন্দ্রে গিয়ে নমুনা দিয়ে এলে সর্বোচ্চ ৮০০ টাকা খরচ পড়বে। তবে ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে বাড়ি থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলে সর্বোচ্চ ১২০০ টাকা ধার্য করতে পারবে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা।

বঙ্গে সরকারি হাসপাতালে বিনা মূল্যে নমুনা পরীক্ষা করা হয়। আর বেসরকারি ক্ষেত্রে এখন নমুনা পরীক্ষার খরচ হল ১৫০০ টাকা। তবে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হলে তার জন্য প্রতি কিলোমিটারে ১০ টাকা অতিরিক্ত ধার্য করতে পারে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা। সে ক্ষেত্রে গ্রাহকের বাড়ি থেকে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার নিকটবর্তী কেন্দ্র হবে যাতায়াতের খরচ নির্ধারণের মাপকাঠি।

বেসরকারি ক্ষেত্রে নমুনা পরীক্ষার মূল্য কমানোর প্রশ্নে পশ্চিমবঙ্গ দিল্লির পথ ধরবে কি না, সে বিষয়ে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানান, এ নিয়ে আলোচনা করা হবে। তাঁর কথায়, “দিল্লিতে অনেক বেশি নমুনা পরীক্ষা হচ্ছে। প্রতি দিন কত সংখ্যক নমুনা পরীক্ষা হচ্ছে খরচের বিষয়টি তার সঙ্গে জড়িত।” স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, “কর্নাটক নমুনা পরীক্ষার খরচ কমিয়েছে, উত্তরপ্রদেশও ভাবনাচিন্তা করেছে এ বিষয়ে। আমরাও বিশেষজ্ঞ কমিটির সঙ্গে কথা বলে দেখছি, নমুনা পরীক্ষার খরচ কতটা কমানোর সুযোগ রয়েছে।’’

পিয়ারলেসের সিইও সুদীপ্ত মিত্র বলেন, “রিএজেন্ট এবং জিএসটি কমলে নমুনা পরীক্ষার খরচ কমাতে আপত্তি নেই। আমাদের রাজ্যে ১২ শতাংশ জিএসটি নেওয়া হচ্ছে। সেটি ৫ শতাংশ হলে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়বে বলে আশাবাদী।” সুরক্ষার কর্ণধার সোমনাথ চট্টোপাধ্যায় এ দিন জানান, সরকারি সহযোগিতা পেলে নমুনা পরীক্ষার দাম কমানোর সুযোগ রয়েছে। প্রসঙ্গত, নমুনা পরীক্ষার খরচ ১২০১ টাকা করা হল বলে জানিয়ে গত ২৮ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করেছিল স্বাস্থ্য ভবন। বেসরকারি ল্যাবরেটরিগুলি এতে অসন্তোষ প্রকাশ করে। ঘটনাচক্রে, তার পর
দ্রুত বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেওয়া হয়। পরে ২২৫০ টাকার পরিবর্তে নমুনা পরীক্ষার খরচ ১৫০০ টাকা করে রাজ্য। বস্তুত, এ রাজ্যে সাধারণ মানুষের অনেকেই করোনা-উপসর্গ থাকলেও নমুনা পরীক্ষা করাচ্ছেন না বলে দীর্ঘ দিন ধরেই সরব জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তার একটি কারণ বেসরকারি ক্ষেত্রে নমুনা পরীক্ষার চড়া মূল্য হলে, আর একটি কারণ সামাজিক বিড়ম্বনার মুখে পড়ার আশঙ্কা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ডেঙ্গির ক্ষেত্রে জ্বর হলেই পরীক্ষা করানোর জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যে ধরনের প্রচার করা হয়, করোনার পরীক্ষার প্রচারে সেই আর্জি দেখা যায়নি।

আইসিএমআর মে মাসেই জানিয়েছিল, কেন্দ্রীয় ভাবে আরটি-পিসিআর পরীক্ষার খরচ নির্দিষ্ট করা হচ্ছে না। কিন্তু রাজ্যগুলি প্রয়োজন মনে করলে এ বিষয়ে পদক্ষেপ করতেই পারে। দেশ জুড়ে আরটি-পিসিআর পরীক্ষার খরচ কমিয়ে ৪০০ টাকার মধ্যে বেঁধে দেওয়ার আবেদন জানিয়ে ইতিমধ্যেই অজয় আগরওয়াল নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। তাঁর বক্তব্য, এই পরীক্ষার খরচ ২০০ টাকার বেশি নয়। ল্যাবরেটরির খরচ যোগ করলে তা কোনও মতেই ৪০০ টাকার বেশি হওয়া উচিত নয়। এই মামলায় প্রধান বিচারপতি এস এ বোবডের নেতৃত্বাধীন বেঞ্চ গত মঙ্গলবার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব এবং স্বাস্থ্যসচিবকে। দু’সপ্তাহের মধ্যে এর উত্তর দিতে হবে তাঁদের।

অন্য বিষয়গুলি:

coronavirus RTPC test Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy