গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ঠিক ১৫ মাস আগে তৃণমূলের যোগদানের পরেই যশবন্ত সিনহাকে দলের সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব দিয়েছিলেন তিনি। অটলবিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রীকে মঙ্গলবার ১৮টি দলের নেতারা বিরোধী জোটের সর্বসম্মত প্রার্থী হিসেবে ঘোষণার পরেই তাঁকে অভিনন্দন জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটারে মমতা লিখেছেন, ‘আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সকল প্রগতিশীল বিরোধী দল সমর্থিত সর্বসম্মত প্রার্থী হওয়ার জন্য আমি আমি শ্রী যশবন্ত সিনহাকে অভিনন্দন জানাই। তিনি সম্মাননীয় এবং বিচক্ষণ মানুষ। তিনি অবশ্যই আমাদের মহান জাতীয় মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকবেন।’
I would like to congratulate Shri @YashwantSinha on becoming the consensus candidate, supported by all progressive opposition parties, for the upcoming Presidential Election.
— Mamata Banerjee (@MamataOfficial) June 21, 2022
A man of great honour and acumen, who would surely uphold the values that represent our great nation!
মঙ্গলবার দুপুরে দিল্লিতে এনসিপি প্রধান শরদ পওয়ারের বাড়িতে ১৮টি জোটের বৈঠকে যশবন্তকে প্রার্থী করার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়। বৈঠকের পর পওয়ার, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে-সহ বিরোধী নেতারা সাংবাদিক সম্মেলনে সেই সিদ্ধান্ত ঘোষণা করেন। ওই বৈঠকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার সকালে পওয়ারের দিল্লির বাসভবনে খড়্গে, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিরা মিলিত হয়েছিলেন। সেখানেই যশবন্তের নাম কার্যত চূড়ান্ত হয়ে যায়। এর পর যশবন্ত নিজে টুইট করে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। সেই টুইটে তিনি কৃতজ্ঞতা জানান তৃণমূল নেত্রী মমতাকে। পাশাপাশি, দলের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি চান। সূত্রের খবর, যশবন্তের ‘তৃণমূল পরিচিতি’ নিয়ে সিপিএম আপত্তি তোলায় আনুষ্ঠানিক ভাবে জোড়া ফুল শিবিরের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy