Advertisement
২১ নভেম্বর ২০২৪
JD(U) in Bihar Politics

ভারতীয় ক্রিকেটারের বাবা যোগ দিলেন নীতীশের দলে, ২০২৫ সালের নির্বাচনে কি প্রার্থী হবেন বিহারে?

ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী বর্তমানে বিজেপি নেত্রী। গুজরাতের জামনগর উত্তরের বিধায়ক তিনি। এ বার আরও এক ক্রিকেটারের বাবা যোগ দিলেন রাজনীতিতে। পটনায় আনুষ্ঠানিক ভাবে যোগদান করলেন জেডিইউয়ে।

নীতীশ কুমার।

নীতীশ কুমার। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৯:২৯
Share: Save:

বিহারের শাসকদল জেডিইউয়ে যোগ দিলেন প্রণবকুমার পাণ্ডে। তিনি ক্রিকেটার ইশান কিশানের পিতা। রবিবার পটনায় রাজ্যসভার সাংসদ তথা জে়ডিইউয়ের সর্বভারতীয় কার্যকরী সভাপতি সঞ্জয় ঝায়ের হাত ধরে জেডিইউয়ের সদস্যপদ গ্রহণ করেন তিনি। নীতীশ কুমারের দলে যোগদানের পর পাণ্ডে জানান, তিনি দলের একনিষ্ঠ কর্মী হিসাবে সংগঠনকে আরও মজবুত করার চেষ্টা করবেন। পেশায় ব্যবসায়ী পাণ্ডে ভূমিহার সম্প্রদায়ের প্রতিনিধি। আগামী বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে পাণ্ডেকে প্রার্থী করা হবে কি? তা নিয়ে গুঞ্জন এখন থেকেই শুরু হয়েছে।

ইশান বর্তমানে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির অংশ নন। অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের এ দলের ১৫ জনের মধ্যে রয়েছেন তিনি। এই অবস্থায় রবিবার দুপুরে বিজেপির শরিকদল জেডিইউয়ে যোগ দিলেন ইশানের বাবা। ভারতীয় ক্রিকেটের জাতীয় দলে ইশানকে এর পরে দেখা যাবে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে। ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যদের রাজনীতিতে আসা নতুন নয়। রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজাও বিজেপির নেত্রী। তিনি জামনগর উত্তরের বিধায়ক।

পাণ্ডের জেডিইউতে যোগদানের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন সঞ্জয়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের উপর আস্থা রেখেই পাণ্ডে জেডিইউতে যোগ দিতে চান বলে জানিয়েছিলেন সাংসদ। সঞ্জয় আরও জানিয়েছিলেন, পাণ্ডে মূলত মগধে সংগঠনকে শক্তিশালী করার কাজ করবেন। উল্লেখ্য, বিহারে সামনেই উপনির্বাচনও রয়েছে। আগামী ১৩ নভেম্বর বিহারের চারটি বিধানসভা কেন্দ্র— রামগড়, তারারি, বেলাগঞ্জ এবং ইমামগঞ্জে উপনির্বাচন হবে। ২৩ নভেম্বর রয়েছে ভোট গণনা।

অন্য বিষয়গুলি:

Bihar Ishan Kishan Politics JDU
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy