ছবি: পিটিআই।
আসনভিত্তিক গরিষ্ঠতা আর জনমতের গরিষ্ঠতার মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়ে সংখ্যাগুরুবাদের সরকার হয়ে ওঠার বিপদের কথা স্মরণ করালেন প্রণব মুখোপাধ্যায়। সোমবার দিল্লিতে অটলবিহারী বাজপেয়ী স্মারক বক্তৃতায় প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, ‘‘নির্বাচনী গরিষ্ঠতা স্থায়ী সরকার গড়ার অধিকার দেয়। কিন্তু মনে রাখতে হবে, সেটা জনমতের গরিষ্ঠতা নয়। আজ অবধি ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে এ দেশে কোনও সরকার ক্ষমতায় আসেনি। ফলে সকলকে সঙ্গে নিয়ে চলাই তার ধর্ম। যখনই এর অন্যথা হয়েছে, নির্বাচক জনতাই তার সমুচিত জবাব দিয়েছে।’’
নাগপুরে সঙ্ঘের সদর দফতরে প্রণববাবুর যাওয়া নিয়ে এর আগে বিতর্ক বেধেছিল। এ দিন অনেকেই মনে করছেন, নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদের আবহে সংখ্যাগুরুবাদের প্রসঙ্গ তুলে প্রণববাবু পরোক্ষে মোদী সরকারকেই কিন্তু বিঁধলেন। বললেন, ‘‘আমাদের ১২ লক্ষ ৬৯ হাজার ২১৯ বর্গমাইলের দেশ, ১২২টি ভাষা এবং তার ১৬০০ কথ্য রূপের দেশ। অটলজি এই বাস্তবকে মেনে চলতেন। বিরোধীদেরও সঙ্গে নিতেন।’’
আরও পড়ুন: নাগরিকত্ব-এনআরসি আবহেই চার মাসেই রামনন্দিরের প্রতিশ্রুতি অমিত শাহের মুখে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy