গুজরাতের রাজপথে মোদী। ছবি: টুইটার থেকে নেওয়া।
গুজরাতের রাজপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ের সামনে হঠাৎই চলে এসেছিল একটি অ্যাম্বুল্যান্স। সচরাচর এমন ক্ষেত্রে ‘তৎপর’ নিরাপত্তাবাহিনী থামিয়ে দেয় অ্যাম্বুল্যান্সকেই। কিন্তু শুক্রবার দেখা গেল ‘উলটপুরাণ’। অ্যাম্বুল্যান্সকে পথ করে দিতে থমকে গেল প্রধানমন্ত্রীর কনভয়!
গুজরাত বিজেপির তরফে ওই ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, অ্যাম্বুল্যান্সটিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে মাঝরাস্তায় দাঁড়িয়ে গিয়েছে প্রধানমন্ত্রী এবং তাঁর নিরাপত্তারক্ষীদের গাড়ি। অ্যাম্বুল্যান্সটি কিছুটা এগিয়ে যাওয়ার পরে ফের সচল হয় কনভয়ের এসইউভিগুলি।
સાચા પ્રધાનસેવક...
— BJP Gujarat (@BJP4Gujarat) September 30, 2022
એમ્બ્યુલન્સ માટે માનનીય પ્રધાનમંત્રી શ્રી @narendramodi જીએ પોતાનો કાફલો રોક્યો. pic.twitter.com/DI6saL3az3
বিজেপি সূত্রের খবর, শুক্রবার দুপুরে আমদাবাদ থেকে গান্ধীনগর যাওয়ার সময় প্রধানমন্ত্রীর নির্ধারিত রুটে হঠাৎই এসে পড়েছিল ওই অ্যাম্বুল্যান্সটি। মোদীর নির্দেশেই থামিয়ে দেওয়া হয় কনভয়। আমদাবাদ পুলিশ জানিয়েছে, গুজরাত সফরের দ্বিতীয় দিনে গান্ধীনগরের রাজভবনে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। প্রসঙ্গত, গত অগস্টে তামিলনাড়ুর ডিএমকে সরকারের মন্ত্রী অনাবিল মহেশের কনভয়কে যাওয়ার সুযোগ করে দিতে থামিয়ে দেওয়া হয়েছিল অ্যাম্বুল্যান্স! সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy