Advertisement
০২ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর ছবিতে কারসাজি! দুঃখপ্রকাশ করল পিআইবি

প্রধানমন্ত্রীর সাজানো ফটো টুইট করে বিড়ম্বনায় শেষ পর্যন্ত বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর একটি ছবি টুইট করে পিআইবি। ছবিটিতে দেখা যাচ্ছিল হেলিকপ্টারের গোল জানলা দিয়ে বন্যা বিধ্বস্ত চেন্নাইয়ের অবস্থা দেখছেন প্রধানমন্ত্রী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৫ ১১:৩৮
Share: Save:

প্রধানমন্ত্রীর সাজানো ফটো টুইট করে বিড়ম্বনায় শেষ পর্যন্ত বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করল কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর একটি ছবি টুইট করে পিআইবি। ছবিটিতে দেখা যাচ্ছিল হেলিকপ্টারের গোল জানলা দিয়ে বন্যা বিধ্বস্ত চেন্নাইয়ের অবস্থা দেখছেন প্রধানমন্ত্রী। ঠিক কিছু দিন আগেই প্রায় একই রকম একটি ছবি পোস্ট করে পিআইবি। পার্থক্য শুধু বানভাসী চেন্নাইয়ের বদলে জানলার বাইরে ধোঁয়া ধোঁয়া আকাশ। গতকালের ছবিটি যে নেহাতই ফটোশপের কারসাজি, তা বুঝতে সময় নেয়নি নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে যায় ছবিটি। ব্যঙ্গ-বিদ্রুপে ভরে ওঠে পিআইবি-র অফিসিয়াল অ্যাকাউন্ট।

ওমর আবদুল্লা পর্যন্ত টুইট করে বলেন ‘‘চেন্নাইতে তো প্রধানমন্ত্রী গিয়েই ছিলেন। তা হলে এই ফটোশপ করা ছবির কী অর্থ?’’ বিপাকে পড়ে টুইটটি ডিলিট করতে বাধ্য হয় পিআইবি। পরে পিআইবি-র পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘... প্রকাশিত একটি ছবি দুটি ছবিকে মিলিয়ে তৈরি করা হয়েছে ফটোশপের মাধ্যমে। এটা বোঝার ভুলের জন্য হয়েছে। পিআইবি এর জন্য দুঃখপ্রকাশ করছে।’

অন্য বিষয়গুলি:

MostReadStories
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE