এ বার ব্যাঙ্কে টাকা বদলের লাইনে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা।
দেশ জুড়ে চলছে নোটবদল প্রক্রিয়া। মঙ্গলবার নোট বাতিলের এক সপ্তাহ ঘুরল। দেশের সর্বত্রই ব্যাঙ্ক আর এটিএমেরর সামনে নোটবদল কিংবা টাকা তোলার জন্য মানুষের লম্বা লাইন। ভোর হতে না হতেই লাইনে দাঁড়িয়ে পড়ছেন বহু মানুষ। ভোগান্তির জেরে জমা হচ্ছে অসন্তোষ। দানা বাঁধছে ক্ষোভ। কিন্তু, দেশবাসীর কাছ থেকে ৫০ দিন সময়সীমা চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের অন্যান্য নাগরিকদের মতোই ব্যাঙ্কে নগদ বদলের লাইনে দাঁড়ালেন মোদীর মা হীরাবেন। প্রধানমন্ত্রীর মা কিন্তু কোনও বিশেষ সুবিধা পাননি। দেশের অন্যান্য প্রবীণ নাগরিকদের মতই গাঁধীনগরের একটি ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে পুরনো নোট বদলালেন ৯৬ বছর বয়সী হীরাবেন মোদী। হুইলচেয়ারে করে একটি ব্যাঙ্কে আসেন প্রধানমন্ত্রীর মা। লাইনেও দাঁড়ান আর পাঁচ জনের মত। দু’জন মহিলার সাহায্যে হেঁটেই ব্যাঙ্কের ভিতরে ঢোকেন তিনি। তাঁর কাছে থাকা ন’টি ৫০০ টাকার নোট বদলে নতুন টাকায় সাড়ে চার হাজার টাকা নেন তিনি। নিজেই কাগজপত্র স্বাক্ষর করে সাড়ে চার হাজার টাকার বদলে ব্যাঙ্ককর্মীর কাছ থেকে খুচরো টাকা নেন হীরাবেন। দেখা যায়, তিনিও পেয়েছেন ২০০০ টাকার নতুন নোট। প্রধানমন্ত্রীর ছোটভাই পঙ্কজের অ্যাকাউন্ট থেকে ওই টাকা তোলা হয়েছে বলে জানিয়েছেন ব্যাঙ্ককর্মীরা।
দেখুন, প্রধানমন্ত্রীর মায়ের সেই টাকা তোলার ভিডিও
আরও পড়ুন: আজ থেকে ব্যাঙ্কে টাকা বদলালেই গ্রাহকের আঙুলে কালির দাগ দেওয়া হবে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy