Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

আত্মত্যাগ বৃথা যাবে না: হামলার নিন্দা করে হুঁশিয়ারি মোদীর

ছত্তীসগঢ়ে সিআরপিএফ জওয়ানদের উপর মাওবাদী হামলার কঠোর নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হামলাকে ‘কাপুরুষোচিত এবং জঘন্য’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, জওয়ানদের এই আত্মত্যাগ বৃথা যাবে না।

মাওবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে, ইঙ্গিত প্রধানমন্ত্রীর। —ফাইল চিত্র।

মাওবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে, ইঙ্গিত প্রধানমন্ত্রীর। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ২৩:৫৯
Share: Save:

ছত্তীসগঢ়ে সিআরপিএফ জওয়ানদের উপর মাওবাদী হামলার কঠোর নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হামলাকে ‘কাপুরুষোচিত এবং জঘন্য’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, জওয়ানদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিংহও এই মাওবাদী হামলার তীব্র নিন্দা করেছেন। রায়পুরের হাসপাতালে গিয়ে তিনি জখম জওয়ানদের সঙ্গে দেখাও করেছেন।

প্রধানমন্ত্রী এ দিন টুইটারে লিখেছেন, ‘‘ছত্তীসগঢ়ে সিআরপিএফ কর্মীদের উপর হামলা কাপুরুষোচিত এবং জঘন্য। আমরা পরিস্থিতির দিকে নিবিড় ভাবে নজর রাখছি।’’ প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘‘আমাদের সিআরপিএফ কর্মীদের বীরত্বে আমরা গর্বিত। শহিদদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’’

আরও পড়ুন: গুলিতে খুন পিডিপি নেতা আবদুল গনি দার, তপ্ত উপত্যকা

ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ সোমবার দিল্লি সফরে ছিলেন। কিন্তু সুকমায় মাওবাদী হামলার খবর পেয়েই সব কর্মসূচি বাতিল করে সন্ধ্যার মধ্যে তিনি রায়পুর ফেরেন। রায়পুর বিমানবন্দরেই মুখ্যমন্ত্রী মাওবাদী হামলার চরম নিন্দা করেন। সুকমার বিভিন্ন অঞ্চলে যে উন্নয়নের কাজ চলছে, তা দেখে মাওবাদীরা হতাশ হয়ে পড়েছে বলে রমন সিংহ মন্তব্য করেন। উন্নয়নের কারণে মাওবাদীরা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছিল এবং উন্নয়ন আটকাতেই এই হামলা, দাবি মুখ্যমন্ত্রীর।

রায়পুরের হাসপাতালে জখম জওয়ানের সঙ্গে মুখ্যমন্ত্রী রমন সিংহ। —নিজস্ব চিত্র।

মাওবাদী হামলা প্রসঙ্গে রমন সিংহ আরও বলেছেন, ‘‘এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতে প্রমাণ হয়ে গেল, মাওবাদীরা আসলে কাপুরুষ এবং আমাদের সাহসী জওয়ানদের মুখোমুখি দাঁড়িয়ে লড়ার ক্ষমতা তাদের নেই।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE