রেলের চাকরিতে উত্তর-পূর্বের প্রার্থীদের বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। আজ ৬০-তম ‘রেল নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিতে গুয়াহাটি আসেন প্রভু। সঙ্গে ছিলেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহ। সম্প্রতি গুয়াহাটিতে রেলের পরীক্ষায় স্থানীয় প্রার্থীদের আবেদন বাতিল করা নিয়ে বিক্ষোভ হয়। এ নিয়ে আসু প্রতিবাদ জানায়। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও বিজেপি সাংসদ বিজয়া চক্রবর্তীও সরব হন।
এ দিন প্রভু বলেন, ‘‘উত্তর-পূর্বের ভূমিপুত্রদের বঞ্চনা করার অভিযোগ অসত্য। রেলের নিয়োগ ক্ষেত্রে কোনও বৈষম্য নেই।’’ তিনি জানান, উত্তর-পূর্বকে বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই, উত্তর-পূর্বের ১১টি রেল প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০১৫-১৬ অর্থবর্ষে উত্তর-পূর্বে রেল পরিকাঠামোর বিকাশে ৫ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
রেলমন্ত্রী প্রভুর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী গগৈ তাঁর হাতে পুরনো সরাইঘাট সেতুর বিকল্প হিসেবে নতুন রেলসেতু নির্মাণ, রাজ্যের পর্যটনস্থলগুলির জন্য সাফারি এক্সপ্রেস, দূরপাল্লার রেলগুলিতে পরিষেবা উন্নত করা, আরও ইন্টারস্টেট ট্রেন চালু, আমিনগাঁওতে নতুন মালগাড়ি টার্মিনাল, শিলঘাট থেকে বালিপাড়া ট্রেন লাইন, ব্রহ্মপুত্রের উপরে রেলসেতু নির্মাণ, নিউ বঙাইগাঁও থেকে কামাখ্যা ডবল লাইন, টিরাপ-লেখাপানি লাইন, হাফলং পাহাড়ে মিটার গেজ লাইনকে পর্যটনের উদ্দেশে ব্যবহার, উত্তর-পূর্ব সীমান্ত রেলকে উত্তর-পূর্ব ভিত্তিক করা-সহ ১৪ দফা স্মারকলিপি দেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy