বিদেশ মন্ত্রকের কূটনীতিকদের সন্দেহই সত্যি হল! কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডকেও পাকিস্তান তাদের কাশ্মীর নিয়ে সাধ পূরণের হাতিয়ার করে তুলল।
কুলভূষণের সাজা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের সংসদ যে ভাবে তাঁকে বাঁচানোর প্রশ্নে সমস্বরে গর্জন করে উঠেছে, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ‘প্রথার বাইরে গিয়ে’ পদক্ষেপ করার হুমকি দিয়েছেন, তাতে গত কালই পাকিস্তানে জল্পনা শুরু হয়, প্রথার বাইরে কী প্রতিক্রিয়া আসতে পারে ভারতের তরফে? বিশেষ করে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের অভিজ্ঞতা যেখানে এখনও বেশ টাটকা। এই পরিস্থিতিতে পাক সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়া আজ প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন। আর তার পরেই নওয়াজ ফের খুঁচিয়ে তোলেন কাশ্মীর প্রসঙ্গ। নওয়াজের যুক্তি, ‘‘কাশ্মীর বিবাদই শান্তির পথে প্রধান বাধা। আমরা কাশ্মীর বিবাদের নিষ্পত্তির পথে অগ্রগতি দেখতে চাই।’’ সেই সঙ্গে নওয়াজের মন্তব্য, ‘‘এই বিবাদ মেটাতে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’’ ভারত যা কোনও মতেই মানবে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy