Advertisement
E-Paper

ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইটে হানার চেষ্টা পাক হ্যাকারদের! ব্যর্থ করল ভারত

ভারতীয় কর্মকর্তাদের মতে, পাকিস্তান প্রায় প্রতি দিন নিয়ন্ত্রণরেখায় (এলওসি) যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করছে। সেই আবহেই পাকিস্তানি হ্যাকারেরা ভারতের সাইবার শক্তিতে বিশৃঙ্খলা তৈরি করতে একটি নতুন গোষ্ঠী তৈরি করেছে।

Pakistan hackers tried to hack multiple website of Indian army

—প্রতীকী ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৮:৩৩
Share
Save

বার বার ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার চেষ্টায় নাম জড়াল পাকিস্তানের! তবে বার বারই সেই চেষ্টা ব্যর্থ করেছে ভারত। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তান-ভিত্তিক হ্যাকারদের একাধিক সমন্বিত সাইবার আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, হ্যাকারদের লক্ষ্যই ছিল ভারতের সাইবার সুরক্ষা নষ্ট করা।

সংবাদসংস্থা এনআইএ সূত্রে খবর, সাম্প্রতিক কালে ‘ইন্টারনেট অফ খিলাফাহর’ (আইওকে) নামে একটি হ্যাকার গোষ্ঠীর নাম বার বার উঠে এসেছে। অন্তত চারটি এমন ঘটনাতে চিহ্নিত করা সম্ভব হয়েছে। প্রত্যেক বারই সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইটকে বিকৃত করার চেষ্টা হয়েছে। শুধু তা-ই নয়, পরিষেবা ব্যহত করা এবং ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা করেছিল হ্যাকারেরা। যদিও বহুস্তরীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে হ্যাক করতে পারেনি তারা।

ভারতীয় কর্মকর্তাদের মতে, পাকিস্তান প্রায় প্রতি দিন নিয়ন্ত্রণরেখায় (এলওসি) যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করছে। সেই আবহেই পাকিস্তানি হ্যাকারেরা ভারতের সাইবার সুরক্ষা ভেদ করতে একটি নতুন গোষ্ঠী তৈরি করেছে। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, শ্রীনগর এবং রানিখেতের সেনাবাহিনী স্কুলের ওয়েবসাইটগুলিতে হানা দিয়েছিল হ্যাকারেরা। বিভিন্ন প্ররোচনামূলক পোস্ট ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা হয়েছিল। এ ছাড়াও, ‘আর্মি ওয়েলফেয়ার হাউজিং অর্গানাইজেশন’-এর তথ্যভাণ্ডারের হামলা করেছিল। শুধু তা-ই নয়, ‘ইন্ডিয়ান এয়ার ফোর্স প্লেসমেন্ট অর্গানাইজেশন’ পোর্টালও হ্যাকারেরা নিশানা করে।

কী ভাবে সাইবার হানা প্রতিহত করা সম্ভব হয়েছে? গোয়েন্দা সূত্রে খবর, সাইবার হানার বিষয় নজরে আসার সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। তার পর হ্যাকারদের কবল থেকে তা পুনরুদ্ধার করার জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়।

শুধু ‘আইওকে’ নয়, ভারতের বিভিন্ন সাইবার হানার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে অন্য পাকিস্তানভিত্তিক হ্যাকার গোষ্ঠীর। ‘আর্মি কলেজ অফ নার্সিং’-এর ওয়েবসাইট হ্যাকের অভিযোগে নাম জড়ায় হ্যাকার গোষ্ঠী— ‘টিম ইনসেন পিকে’র।

পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। সিন্ধু জল চুক্তি বাতিলের কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে। পাকিস্তানিদের দেওয়া ভারতীয় ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে। একমাত্র পাকিস্তানি হিন্দুদের যে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র। ভারতে থাকা পাকিস্তানিদের এ দেশ ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। পাল্টা কিছু পদক্ষেপ করেছে পাকিস্তানও। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করা হয়েছে। ওয়াঘা সীমান্ত বন্ধ-সহ একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে পাকিস্তান। সেই আবহেই আবার পাক হ্যাকারদের আনাগোনার বিষয় প্রকাশ্যে এল।

সংক্ষেপে
  • সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
  • সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
Pahalgam Terror Attack Indian Army Pak Hackers

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy