তাঁর ভাই নির্দোষ। বিপদ বুঝতে পেরে ভয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। পহেলগাঁওয়ের বৈসরনে হামলার আগে ‘জ়িপলাইন অপারেটর’-এর আচরণ নিয়ে এক পর্যটক সন্দেহ প্রকাশ করায় তাঁকে তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। যদিও সেই ‘জ়িপলাইন অপারেটর’-এর দাদার দাবি, কোনও একটা ভুল বোঝাবুঝির জেরে ভাইয়ের বিরুদ্ধে সন্দেহের আঙুল তোলা হচ্ছে।
এক সংবাদমাধ্যমকে ওই অপারেটরের দাদা বলেন, ‘‘ভাই ভয় পেয়ে গিয়েছিল। তাই পালিয়ে সোজা বাড়িতে চলে আসে। বুঝতে পেরেছিল ভয়ানক কিছু একটা ঘটেছে। বাড়িতে এসেই আমাকে বলে। কিন্তু কী ভাবে জঙ্গি হামলা হল, সেই সম্পর্কে ভাই কিছু জানে না।’’ ওই অপারেটরের দাদার আরও দাবি, গুলির শব্দ শুনেছিলেন তাঁর ভাই। কিন্তু জঙ্গি হামলা হয়েছে, তা আঁচ করতে পারেননি। ওই সময়েই তাঁর মুখ থেকে কয়েকটি শব্দ উচ্চারণ হয়েছিল, যার সঙ্গে হামলার কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন ‘জ়িপলাইন অপারেটর’-এর দাদা।
কিন্তু ঘটনাচক্রে যে সময় হামলা হয়, সেই সময় ‘জ়িপলাইন অপারেটর’-এর মুখে উচ্চারিত কয়েকটি শব্দই তাঁর বিরুদ্ধে সন্দেহ উদ্রেক করে প্রশ্ন তুলে দিয়েছে। আর সেই সময় যে পর্যটক ‘জ়িপলাইন’-এ চড়েছিলেন, তিনিই সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর তোলা সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। তার পরই ওই ‘জ়িপলাইন অপারেটর’কে তলব করে এনআইএ। যদিও সূত্রের খবর, হামলার দিন যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের সকলকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের মধ্যে ছিলেন এই ‘জ়িপলাইন অপারেটর’। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর আবার তাঁকে তলব করেছে তদন্তকারী সংস্থা।
যে পর্যটকের ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে, তাঁর নাম ঋষি ভাট। তাঁর দাবি, ‘জ়িপলাইনে’ তিনি, তাঁর স্ত্রী এবং পুত্র চড়েছিলেন। স্ত্রী-পুত্র যখন চড়েন তখন ‘অপারেটরের’ মুখে ওই বাক্য শোনা যায়নি। তা শোনা যায় কেবল তিনি ‘জ়িপলাইনে’ ওঠার পর এবং গুলি চলার কয়েক সেকেন্ড আগে। ঋষি এ-ও জানিয়েছেন যে, ‘জ়িপলাইনে’ ওঠার প্রায় ২০ সেকেন্ড পরে তিনি বুঝতে পারেন, নীচে কী ঘটনা ঘটে গিয়েছে।
গত ২৩ এপ্রিল ‘জ়িপলাইন অপারেটর’কে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। তাঁর দাদা বলেন, ‘‘সোমবার আবার বাড়িতে পুলিশ আসে। ভাইকে নিয়ে যায়। আমি ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু ওর সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। এনআইএ ওকে জেরা করছে। জানি না কী হতে চলেছে।’’
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
২২:০৮
‘গুলি ওরা চালিয়েছে, ধামাকা আমরা দেখিয়েছি’! সীমান্তে পাক গোলাবর্ষণ কী ভাবে মোকাবিলা, জানাল ভারতীয় সেনা -
১৯:৩২
‘অপারেশন সিঁদুর’-এর সময় কি পরমাণু বোমার হুমকি দিয়েছিল পাকিস্তান? সংসদীয় কমিটির বৈঠকে কী জবাব বিদেশসচিবের -
১৭:৩০
শুধু পাকিস্তান নয়, গিয়েছেন চিনেও, ঘোরার অছিলায় দেশের তথ্য পাচার? চিনুন জ্যোতি মলহোত্রাকে -
১৬:৩৫
সীমান্তের ও পারে পাকিস্তানি গ্রাম দেখতে ভিড় জমাতেন পর্যটকেরা, জম্মুর সুচেতগড় এখন শুনশান -
১৬:৩১
বিলাসবহুল জীবনযাপন, ঘন ঘন বিদেশ সফর! খরচ জোগাতেন কে? জ্যোতিকাণ্ডে মেঘের আড়ালের মেঘনাদের খোঁজে গোয়েন্দারা