Advertisement
০৮ নভেম্বর ২০২৪
P Chidambaram

স্বস্তি চিদম্বরমের, শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় প্রথমে চিদমম্বরমকে প্রথমে গ্রেফতার করে সিবিআই। ওই মামলায় গত ২২ অক্টোবর জামিন পান তিনি।

শর্তাধীন জামিন পেলেন পি চিদম্ব্রম। —ফাইল চিত্র

শর্তাধীন জামিন পেলেন পি চিদম্ব্রম। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ১১:১২
Share: Save:

আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগে দুর্নীতি মামলায় তিন মাসেরও বেশি সময় ধরে তিহাড়ে বন্দি ছিলেন পি চিদম্বরম। বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশ বাড়তি অক্সিজেন যোগাল তাঁকে। বুধবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে শর্তসাপেক্ষে জামিনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের নির্দেশে এ দিন স্বস্তি ফিরলেও, কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। প্রথমত, আইএনএক্স মামলা নিয়ে জনসমক্ষে যেমন কোনও মন্তব্য করতে পারবেন না চিদম্বরম। ওই মামলার সাক্ষীদের সঙ্গে যেমন যোগাযোগ করতে পারবেন না তেমনই তিনি কোনও সাক্ষাৎকারও দিতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে, এই মুহূর্তে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এমনকি, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে উপস্থিত হতে হবে বলেও শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট জামিনের নির্দেশ দিতেই প্রথম প্রতিক্রিয়া আসে চিদম্বরমের পুত্র কার্তির তরফে। ওই একই মামলায় কার্তি নিজেও অভিযুক্ত। টুইটারে চিদম্বরম পুত্র লেখেন, ‘অবশেষে, ১০৬ দিন পর।’ বিজেপিকে বিঁধেই রাহুল গাঁধী তাঁর টুইটে লেখেন, ‘চিদম্বরমকে ১০৬ দিন কারারুদ্ধ রাখা প্রতিহিংসাপরায়ণতা। আমি খুশি যে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছে। আমি নিশ্চিত তিনি সুষ্ঠু বিচারব্যবস্থায় তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন।’

আরও পড়ুন: যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি সেনাবাহিনী, চিন প্রশ্নে সংসদে জবাব রাজনাথের​

মাস তিনেক আগে, আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী গ্রেফতার হতেই কংগ্রেসকে আক্রমণ শানিয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরকে পাল্টা নিশানা করেছিল কংগ্রেসও। এ দিন চিদম্বরমের জামিনের নির্দেশ ঘিরেও সেই আবহ বহাল রইল। বিজেপি নেতা সম্বিত পাত্র টুইট করেন, ‘তাহলে শেষপর্যন্ত চিদম্বরমও কংগ্রেসের ওওবিসি-তে (আউট অন বেল ক্লাব) যোগ দিলেন। সেই ক্লাবের কয়েকজন সদস্য, সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, রবার্ট বঢরা, মোতিলাল ভোরা, ভুপিন্দর হুডা এব শশী তারুর।’

আরও পড়ুন: ছত্তীসগঢ়ে ৫ সহকর্মীকে গুলি করে মেরে আত্মঘাতী আইটিবিপি-র বাঙালি জওয়ান, নিহতদের মধ্যেও ২ জন বাঙালি​

প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় প্রথমে চিদমম্বরমকে নাটকীয় ভাবে গ্রেফতার করে সিবিআই। ওই মামলায় অবশ্য গত ২২ অক্টোবর জামিন পান তিনি। কিন্তু, এর মাঝেই গত ১৬ অক্টোবর তাঁকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জামিন পেয়ে বৃহস্পতিবার থেকেই সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে চলেছেন পি চিদম্বরম

অন্য বিষয়গুলি:

P Chidambaram Supreme Court INX Media
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE