করোনা কালে প্রতিষেধক তৈরিতে ৯০০ কোটিরও বেশি টাকা খরচ করেছে ভারতীয় অর্থ মন্ত্রক। ‘মিশন কোভিড সুরক্ষা’র আওতায় এই বিপুল অর্থব্যয়ে টিকা তৈরি করা হয়েছে। যার ফল স্বরূপ টিকা উৎপাদনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। এমনই দাবি করলেন অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের অতিরিক্ত সচিব সাজ্জনকুমার যাদব।
‘ইন্ডিয়াজ ভ্যাকসিন গ্রোথ স্টোরি— ফ্রম কাউপক্স টু ভ্যাকসিন মৈত্রী’ নামে সাজ্জনকুমারের এই বই বুধবার প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বই প্রকাশ উপলক্ষে এএনআই-কে সাজ্জন বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনা টিকা তৈরিতে বিরাট ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ‘মিশন কোভিড সুরক্ষা’ অনুমোদন করেছে মন্ত্রক, যেখানে প্রতিষেধক উৎপাদনে ৯০০ কোটিরও বেশি টাকা খরচ করা হয়েছে।’’
প্রতিটি টিকা তৈরির নেপথ্য কাহিনি সকলের জানা উচিত। সে কারণেই তাঁর এই বই বলে জানিয়েছেন ওই আইএএস আধিকারিক। তাঁর কথায়, ‘‘সকলে জানেন টিকা আমাদের কতটা সুরক্ষিত করে। কিন্তু প্রতিটি টিকার নেপথ্য কাহিনিও শোনানো উচিত।’’
টিকা উৎপাদনে বিশ্বে ভারতের ভূমিকার কথা তুলে ধরে সাজ্জন বলেছেন, ‘‘গো-বসন্তের টিকা প্রথম শুরু হয়েছিল। প্রথমে ইংল্যান্ড থেকে টিকা আসত। কিন্তু মাত্র কয়েক বছরে সরকারের ভাল নীতিতে ভারত বড় প্রতিষেধক নির্মাতা হয়েছে। বিশ্বে তিন শিশুর মধ্যে দু’জনই ভারতে তৈরি টিকা নিয়েছে। লকডাউনের সময় প্রতিষেধকের ক্ষেত্রে গোটা বিশ্বের আশা ছিল ভারত।’’