৫০০ টাকার নোট
বিদেশ থেকে তো কালো টাকা ফেরেইনি, উল্টে বাজারে জাল টাকার লেনদেন বেড়ে গিয়েছে নরেন্দ্র মোদীর অন্যতম ‘মাস্টারস্ট্রোক’ নোট বাতিলের পর। ২০২১-’২২ অর্থবর্ষে দেশে ৫০০ টাকার জাল নোটের পরিমাণ বেড়েছে ১০১.৯ শতাংশ। ২০০০ টাকার জাল নোটের বৃদ্ধি হয়েছে ৫৪.১৬ শতাংশ। সম্প্রতি এই পরিসংখ্যান প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
এই পরিস্থিতিতে কী ভাবে সহজেই আসল ৫০০ টাকার নোট চিনবেন, দেখা নেওয়া যাক এক নজরে...
১। আলোর সামনে ৫০০ টাকার নোট রাখলে বিশেষ জায়গায় ৫০০ লেখা দেখা যাবে।
২। চোখের সামনে নোটটিকে ৪৫ ডিগ্রি কোণে ধরলে স্পষ্ট দেখা যাবে, টাকার অঙ্ক ৫০০ লেখা।
৩। নোটে দেবনগরী হরফে ৫০০ লেখা থাকে।
৪। নোটের কেন্দ্রে মহাত্মা গাঁধীর ছবি।
৫। নোট বাঁকালে রঙ সবুজ থেকে নীল হয়ে যাবে।
৬। নোটের ডান দিকে থাকে আরবিআই গভর্নরের স্বাক্ষর, গ্যারান্টি ক্লজ, প্রমিস ক্লজ এবং আরবিআই লোগো।
৭। আসল নোটে ইলেক্ট্রোটাইপ ওয়াটারমার্কও থাকে।
৮। নোটের ডান দিকে অশোক স্তম্ভের ছবি থাকে।
৯। থাকে স্বচ্ছ ভারতের লোগোও।
১০। থাকে ভারতের পতাকা-সহ লালকেল্লার ছবি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy