বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি: টুইটার।
টানা বর্ষণের জেরে শতাধিক বাড়িতে ফাটল ধরল হিমাচলপ্রদেশের শিমলায়। রামপুর এলাকায় একশোটিরও বেশি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। সোমবার সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।
টানা বর্ষণের জেরে শতাধিক বাড়িতে ফাটল ধরল হিমাচলপ্রদেশের শিমলায়। রামপুর এলাকায় একশোটিরও বেশি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। সোমবার সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।
এই প্রসঙ্গে রামপুরের তহসিলদার জয় চাঁদ বলেন, ‘‘প্রবল বর্ষণের কারণে রামপুর মহকুমা এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে। একশোটিরও বেশি বাড়িতে ফাটল তৈরি হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।’’ চলতি বছরে বর্ষায় বিপর্যস্ত হয়েছে হিমাচলের বিভিন্ন এলাকা। গত শুক্রবার শিমলার রামপুরে ভারী বৃষ্টি হয়। এর জেরে এলাকায় ধস নামে। শিমলা-কিন্নর রুটে ৫ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বিভিন্ন এলাকা দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন ছিল। সংবাদ সংস্থা পিটিআইকে রামপুরের স্থানীয় বিধায়ক নন্দলাল বলেছেন, ‘‘গত তিন সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পুরোদমে উদ্ধারকাজ চলছে। বিপজ্জনক বাড়িতে যাঁরা রয়েছেন, তাঁদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে।’’
#WATCH | Shimla, Himachal Pradesh: Houses in Rampur develop cracks following incessant rainfall pic.twitter.com/AsvVyEoZmY
— ANI (@ANI) July 31, 2023
বর্ষার মরসুমে দুর্যোগে হিমাচলে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এখনও ৩৪ জন নিখোঁজ। বুধবার হিমাচলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর। ৪ অগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy