এই যুবকই বৃহস্পতিবার কানহাইয়া কুমারের উপর হামলার চেষ্টা চালায়।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ঢুকে কানহাইয়া কুমারের উপর হামলার চেষ্টা চালাল বহিরাগত। কানহাইয়াকে ‘শিক্ষা’ দিতে চায় সে, জানাল হামলাকারী। জেএনইউ ছাত্র সংসদের সভাপতির কোনও ক্ষতি অবশ্য হয়নি হামলায়। কিন্তু হামলাকারীর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ দিল্লির প্রশাসন নেয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এক যুবক জেএনইউ চত্বরে ঢুকে কানহাইয়া কুমারের উপর হামলা চালানোর চেষ্টা করে। কানহাইয়ার মতো ‘দেশদ্রোহী’কে ‘একটা উচিত শিক্ষা’ দিতেই সে জেএনইউতে ঢুকেছে বলে ওই বহিরাগত খোলাখুলি জানায়। তবে কানহাইয়া কুমারের কোনও ক্ষতি সে করতে পারেনি। হামলার চেষ্টা হতেই জেএনইউ-এর নিরাপত্তা রক্ষীরা বহিরাগত যুবককে ধরে ফেলে। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে তাকে বার করে দেওয়া হয়।
আরও পড়ুন:
গোমাংস নিয়ে মুখ খুলব না, চাকরি যাবে, বললেন সুব্রহ্মণ্যম
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy