Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Odisha

‘বাগানে বসে শুনানি হয় না’, আইনজীবীদের বার্তা ওড়িশা হাইকোর্টের

ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলা চলার সময় আইনজীবীদের ঘরে বসে শালীনতা বজার রেখে কাজ করার জন্য বলেছেন তিনি।

ওড়িশা হাইকোর্ট। ফাইল চিত্র।

ওড়িশা হাইকোর্ট। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা 
ভুবনেশ্বর শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩১
Share: Save:

ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতের শুনানি চলার সময় নিয়ম ও শালীনতা বজায় রাখার ব্যাপারে আইনজীবীদের সজাগ থাকতে বলল ওড়িশা হাইকোর্ট। আইনজীবীদের ব্যবহারে ক্ষুণ্ণ হাইকোর্ট, স্টেট বার কাউন্সিল ও হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কাছে এই অনুরোধ জানিয়েছে।

আইনজীবীদের ব্যবহারে অসন্তুষ্ট হাইকোর্টের বিচারক বিশ্বনাথ রথ এ দিন জানিয়েছেন, আদালতের বাইরে মামলার শুনানি হচ্ছে বলে এই নয় যে চলন্ত গাড়ি, বাড়ির বাগান বা স্ত্রীয়ের সঙ্গে বসে কেউ মামলা লড়বেন। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলা চলার সময় আইনজীবীদের ঘরে বসে শালীনতা বজার রেখে কাজ করার জন্য বলেছেন তিনি।

এ নিয়ে সাম্প্রতিক কালে ঘটনা বেশ কয়েকটি ঘটনার উদাহরণও দিয়েছেন বিচারক। সেখানে এক আইনজীবীর গাড়িতে যেতে যেতে মামলা লড়ার কথা উল্লেখ করেছেন তিনি। সেই শুনানির সময় যে অনভিপ্রেত অভিজ্ঞতা হয়েছিল এ দিন সে কথাও জানিয়েছেন তিনি। অপর একটি মামলায় এক আইনজীবী জানিয়েছিলেন ঘরের ভিতর কানেকশনে সমস্যা হওয়ায় বাগানে বসে কাজ করছেন তিনি। এ দিন সেই ঘটনারও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন: ‘এলএসি-তে কিছুটা উত্তেজনা রয়েছে’, বলছেন সেনাপ্রধান

ভিডিয়ো কনফারেন্সিংয়ের সময় একাধিক অনভিপ্রেত ঘটনা ঘটেছে দেশ জুড়ে। সুপ্রিম কোর্টে শুনানি চলার সময় টি শার্ট পরে বিছানায় শুয়ে সওয়াল করার সময় বিচারপতির ধমক খেয়েছিলেন এক আইনজীবী। গেঞ্জি পরে শুনানিতে উপস্থিত হওয়ায় ভর্ৎসিত হয়েছিলেন রাজস্থান হাইকোর্টের এক আইনজীবী।

আরও পড়ুন: ২০ দিনে তিন জন নাবালিকাকে ধর্ষণ করে খুন লখীমপুরে

অন্য বিষয়গুলি:

Odisha Odisha High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE