কিছু বার্তা ‘মিথ্যে সঙ্কেত’ও হতে পারে। তবে এই বিষয়ে আর বেশি কিছু তথ্য দিলে তা ভবিষ্যতে সুবিধা করে দেবে ‘রাষ্ট্রপরিচালিত হামলাকারী’দেরই। মহুয়া মৈত্র, রাহুল গান্ধী-সহ বিরোধী সাংসদদের অভিযোগ নিয়ে এমনটাই জানাল অ্যাপল সংস্থা। সংবাদমাধ্যমের দাবি, সরকারের একটি সূত্র জানিয়েছে, ‘অ্যালগরিদ্মের ত্রুটি’-র কারণেই এমন বার্তা পেয়েছেন অনেকে। একে শিবসেনা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী ‘হাস্যকর অজুহাত’ বলেছেন। তাঁর প্রশ্ন, কেন বিরোধীরাই শুধু পেলেন এই বার্তা।
মহুয়া, রাহুল-সহ কয়েক জন বিরোধী সাংসদের দাবি, অ্যাপল সংস্থা থেকে একটি বার্তা পেয়েছেন তাঁরা। সেখানে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ‘রাষ্ট্র পরিচালিত হ্যাকারেরা আপনাকে নিশানা করেছে’। ফোন হ্যাকের চেষ্টা করছে। এ বার এই নিয়ে মুখ খুলল সংস্থা। নিজেদের টেকনিক্যাল সাপোর্ট পেজে বিবৃতি দিয়ে জানাল, রাষ্ট্র পরিচালিত হামলাকারীরা সাধারণত আর্থিক ভাবে পুষ্ট এবং অত্যাধুনিক হয়। গোয়েন্দাদের হুঁশিয়ারির উপর নির্ভর করে এ ধরনের হামলা ধরতে গেলে দেখা যায়, তা অনেক সময়ই ত্রুটিযুক্ত এবং অসম্পূর্ণ। সংস্থার তরফে আরও জানানো হল, কিছু নোটিফিকেশন অনেক সময়ই মিথ্যে সঙ্কেত হতে পারে। আবার অনেক হামলা ধরাই পড়ে না।
আরও পড়ুন:
এর পরেই সংস্থার তরফে জানানো হয়েছে, এই বিষয়ে আর বিশদে তথ্য তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই নিয়ে আর তথ্য দেওয়া সম্ভব নয়। কারণ, এর ফলে রাষ্ট্র পরিচালিত হামলাকারীরা ভবিষ্যতে ধরা পড়া থেকে বাঁচার পথ পেয়ে যাবে।’’
মঙ্গলবার তৃণমূল সাংসদ মহুয়া, কংগ্রেস সাংসদ শশী তারুর, শিবসেনার প্রিয়ঙ্কা অ্যাপল সংস্থা থেকে পাওয়া নোটিফিকেশনের স্ক্রিনশট সমাজমাধ্যমে প্রকাশ করেছেন। মহুয়া দাবি করেছেন, আপের রাঘব চড্ডা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, কংগ্রেসের পবন খেরাও সংস্থার তরফে এ ধরনের হুঁশিয়ারি পেয়েছেন। অ্যাপল থেকে মহুয়ার আইফোনে আসা সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘‘রাষ্ট্র পরিচালিত হ্যাকারেরা আপনাকে ‘টার্গেট’ করেছে। অ্যাপল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন— সম্ভবত এ সব দেখে হ্যাকারেরা নির্দিষ্ট করে আপনাকেই ‘টার্গেট’ করেছে।’’
অ্যাপল থেকে আরও বলা হয়েছে, ‘‘এই রাষ্ট্র পরিচালিত হ্যাকারেরা যদি আপনার আইফোনে এক বার ঢুকতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও ওদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না।’’
ইমেল এবং মেসেজে এই বার্তা পেয়ে তার স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘‘কেন্দ্রীয় সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপল থেকে সেই সতর্কবার্তা পেয়েছি।’’ পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রক, আদানি এবং প্রধানমন্ত্রীর দফতরকে উল্লেখ করে মহুয়া আরও লিখেছেন, ‘‘আপনাদের ভয় দেখে আমার আপনাদের প্রতি করুণা হচ্ছে।’’ একই ধরনের একটি পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ শশী তারুরও। তিনি জানিয়েছেন, তিনিও অ্যাপল থেকে এমন সতর্কবার্তা পেয়েছেন। যে অ্যাপল আইডি থেকে তাঁকে ইমেল পাঠানো হয়েছে, তার সত্যতা যাচাই করেছেন তারুর। স্ক্রিনশট পোস্ট করে কেন্দ্রের উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘‘সরকারের বেকার কর্মচারীদের আমার মতো করদাতার জন্য ব্যস্ত রাখতে পেরে ভাল লাগছে।’’ এর পর প্রধানমন্ত্রীর দফতরকে উল্লেখ করে তারুর লিখেছেন, ‘‘এর চেয়ে জরুরি কাজ আর পেলেন না?’’
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, ‘অ্যালগরিদ্ম ত্রুটি’-র কারণে এমনটা হয়েছে। পরে এই নিয়ে বিবৃতি দেওয়া হবে। এই প্রসঙ্গে শিবসেনা সাংসদ প্রিয়ঙ্কার প্রশ্ন, কেন শুধু বিরোধী সাংসদেরাই এই বার্তা পেলেন। তিনি বলেন, ‘‘একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারি সূত্র বলছে, অ্যালগরিদ্ম ত্রুটির কারণেই এই বার্তা এসেছে। হাস্যকর যে শুধু বিরোধীরাই নজরদারির এই বার্তা পেলেন। যদিও অ্যালগরিদ্ম মানেই বাছাই করা। হাস্যকর অজুহাত!’’
Apple says can't provide information on what prompts threat alerts as it may help state-sponsored attackers to evade detection
— Press Trust of India (@PTI_News) October 31, 2023