Advertisement
২২ নভেম্বর ২০২৪
Mahua Moitra

মহুয়ার আইফোন হ্যাক করতে চায় কেন্দ্র! অ্যাপল থেকে সতর্কবার্তা এসেছে, দাবি তৃণমূল সাংসদের

অ্যাপল থেকে মহুয়ার আইফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা মহুয়াকে ‘টার্গেট’ করেছেন। তাঁর ফোনের গোপন তথ্যের দখল পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

Mahua Moitra alleges Government of India is trying to hack her phone

(বাঁ দিকে) তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ডান দিকে)। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১০:৩২
Share: Save:

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আইফোন হ্যাক করতে চায় মোদী সরকার, অ্যাপল সংস্থা থেকে তেমনই সতর্কবার্তা এসেছে তাঁর ফোনে। মহুয়া নিজেই এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন। প্রমাণ স্বরূপ অ্যাপলের মেসেজ এবং ইমেলের স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি।

অ্যাপল থেকে মহুয়ার আইফোনে আসা সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘‘রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা আপনাকে ‘টার্গেট’ করেছে। অ্যাপল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন— সম্ভবত এ সব দেখে হ্যাকারেরা নির্দিষ্ট করে আপনাকেই ‘টার্গেট’ করেছে।’’

অ্যাপল থেকে আরও বলা হয়েছে, ‘‘এই রাষ্ট্র পরিচালিত হ্যাকারেরা যদি আপনার আইফোনে এক বার ঢুকতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও ওদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না।’’

ইমেল এবং মেসেজে এই বার্তা পেয়ে তার স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘‘কেন্দ্রীয় সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপল থেকে সেই সতর্কবার্তা পেয়েছি।’’ পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রক, আদানি এবং প্রধানমন্ত্রীর দফতরকে উল্লেখ করে মহুয়া আরও লিখেছেন, ‘‘আপনাদের ভয় দেখে আমার আপনাদের প্রতি করুণা হচ্ছে।’’

পোস্টে শিবসেনা নেত্রী তথা রাজ্যসভার সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদীকেও উল্লেখ করেন মহুয়া। তিনি জানান, তিনি, প্রিয়ঙ্কা ছাড়াও আরও তিন জন অ্যাপ্‌লের এই সতর্কবার্তা পেয়েছেন। তাঁরা প্রত্যেকেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সদস্য।

‘ঘুষ নিয়ে প্রশ্ন’ বিতর্কে মহুয়াকে নিয়ে জাতীয় রাজনীতিতে চর্চা চলছে। ওই ঘটনার সূত্রে লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হতে হবে তাঁকে। আগামী ২ অক্টোবর তাঁকে তলব করা হয়েছে। যদিও মহুয়া আগেই জানিয়েছিলেন, পূর্ব পরিকল্পিত কর্মসূচির জন্য আগামী ৫ নভেম্বর পর্যন্ত তিনি এথিক্স কমিটিতে যেতে পারবেন না। তার পর যে কোনও দিন ডাকলে তিনি কমিটির সামনে হাজির হতে পারবেন। মহুয়া এ-ও জানিয়েছিলেন, কমিটির সামনে দাঁড়িয়ে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে মুখোমুখি প্রশ্ন করতে চান তিনি। তথ্যপ্রমাণ-সহ দর্শন তাঁকে কী কী উপহার দিয়েছেন, তা যেন কমিটির সামনেই বলেন ব্যবসায়ী। এটি তাঁর ‘মৌলিক অধিকার’ বলেও চিঠিতে উল্লেখ করেছিলেন মহুয়া। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ ‘মিথ্যা, বিদ্বেষমূলক এবং মানহানিকর’। এ বার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ তুললেন মহুয়া।

উল্লেখ্য, অনুরূপ একটি পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ শশী তারুরও। তিনি জানিয়েছেন, তিনিও অ্যাপল থেকে এমন সতর্কবার্তা পেয়েছেন। যে অ্যাপল আইডি থেকে তাঁকে ইমেল পাঠানো হয়েছে, তার সত্যতা যাচাই করেছেন তারুর। স্ক্রিনশট পোস্ট করে কেন্দ্রের উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘‘সরকারের বেকার কর্মচারীদের আমার মতো করদাতার জন্য ব্যস্ত রাখতে পেরে ভাল লাগছে।’’ এর পর প্রধানমন্ত্রীর দফতরকে উল্লেখ করে তারুর লিখেছেন, ‘‘এর চেয়ে জরুরি কাজ আর পেলেন না?’’

অন্য বিষয়গুলি:

Mahua Moitra Hack Cyber Crime apples iphone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy