—প্রতীকী চিত্র।
হাতের কাছে চট করে কিছু পাননি। তাই অ্যাপ ক্যাবের উপর নির্ভর করেছিলেন। দূরত্ব সামান্যই। উবরে অটো ‘বুক’ করতে ভাড়া দেখিয়েছিল ৬২ টাকা। কিন্তু গন্তব্যে পৌঁছে অটোর ভাড়া দেখে যেন মাথায় বাজ পড়ল যুবকের! তাঁকে বিল দেখানো হল ৭.৬৬ কোটি টাকার। শুক্রবার ঘটনাটি ঘটেছে নয়ডার এক যুবকের সঙ্গে। তাজ্জব এবং বিস্মিত হয়ে এই অভিজ্ঞতা সমাজমাধ্যমের পাতায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দীপক টেঙ্গুরিয়া নামে ওই উবর যাত্রী।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে উবর চালকের সঙ্গে দীপকের ভাড়া নিয়ে কথোপকথন। মোবাইলে ভিডিয়োটি করেছেন দীপকের বন্ধু আশিস।
सुबह-सुबह @Uber_India ने @TenguriyaDeepak को इतना अमीर बना दिया कि Uber की फ्रैंचाइजी लेने की सोच रहा है अगला. मस्त बात है कि अभी ट्रिप कैंसल भी नहीं हुई है. 62 रुपये में ऑटो बुक करके तुरंत बनें करोडपति कर्ज़दार. pic.twitter.com/UgbHVcg60t
— Ashish Mishra (@ktakshish) March 29, 2024
এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে শেয়ার করা ওই ভিডিয়োয় দীপককে আশিস বলছেন, ‘‘কত টাকা ভাড়া দেখাচ্ছে? ’’ এর জবাবে দীপক ফোন দেখে পড়তে থাকেন, ‘‘৭,৬৬,৮৩,৭৬২ টাকা।’’ দীপক যখন তাঁর ফোন উঁচু করে দেখান ‘ট্রিপ ফেয়ার’-এ দেখাচ্ছে ১,৬৭,৭৪,৬৪৭ টাকা। আর ‘ওয়েটিং টাইম কস্ট’ বা অপেক্ষা করানোর জন্য দিতে হবে ৫,৯৯,০৯১৮৯ টাকা। ৭৫ টাকা কাটা হচ্ছে প্রমোশন কস্ট হিসাবে।
ঝড়ের বেগে ভাইরাল হয়ে গিয়েছে ওই ভিডিয়ো। ছড়াচ্ছে মিম। ইতিমধ্যে উবর কর্তৃপক্ষও প্রতিক্রিয়া দিয়েছে। তাঁরা দীপকের কাছে ক্ষমা প্রার্থনা করে এই ব্যাপারটি দেখবে বলে জানিয়েছে।
सुबह-सुबह @Uber_India ने @TenguriyaDeepak को इतना अमीर बना दिया कि Uber की फ्रैंचाइजी लेने की सोच रहा है अगला. मस्त बात है कि अभी ट्रिप कैंसल भी नहीं हुई है. 62 रुपये में ऑटो बुक करके तुरंत बनें करोडपति कर्ज़दार. pic.twitter.com/UgbHVcg60t
— Ashish Mishra (@ktakshish) March 29, 2024
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy