রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মহিলারা ‘অশিক্ষিত’ আর পুরুষরা ‘উদাসীন’। সে কারণেই রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এমন মন্তব্য করেই বিতর্ক বাধিয়েছেন নীতীশ।
শনিবার ‘সমাধান যাত্রা’ কর্মসূচিতে বিহারের বৈশালী এলাকায় এক জনসভায় জনসংখ্যা নিয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন জেডিইউ প্রধান। তাঁর কথায়, ‘‘যদি মহিলারা শিক্ষিত হতেন, তা হলে জন্মহার কমত। এটাই বাস্তব। আজকাল মহিলারা শিক্ষিত নন।’’
আরও পড়ুন:
मुख्यमंत्री श्री कुशासन कुमार जी ने जिन अमर्यादित शब्दों का प्रयोग किया वह संवेदनहीनता की पराकाष्ठा है। ऐसे शब्दों का प्रयोग कर वह मुख्यमंत्री पद की गरिमा को कलंकित कर रहे हैं। pic.twitter.com/d8hwU0KzkR
— Samrat Choudhary (@SMCHOUOfficial) January 7, 2023
এতেই শেষ নয়। এই প্রসঙ্গে নীতীশ আরও বলেছেন, ‘‘মহিলারা যদি শিক্ষিত হতেন, তা হলে জানতেন, অন্তঃসত্ত্বা হওয়া ঠেকাতে কী করণীয়। এ ব্যাপারে তাঁরা সচেতন হতেন। পুরুষরা উদাসীন। ওঁদের মাথাতেই থাকে না যে, রোজ রোজ বাচ্চার জন্ম দেব না।’’
আরও পড়ুন:
বিহারের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। যে ভাষায় মন্তব্য করেছেন নীতীশ, তার সমালোচনায় সরব হয়েছে বিরোধী দল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসাবে এ হেন মন্তব্য করা শোভন নয় বলে সরব হয়েছে পদ্মশিবির। এই প্রসঙ্গে বিহারের বিরোধী দলনেতা সম্রাট চৌধুরি টুইটারে লিখেছেন, ‘‘মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যে শব্দ প্রয়োগ করেছেন, তা অসংবেদনশীল। এই ধরনের শব্দ প্রয়োগ করে উনি মুখ্যমন্ত্রী পদকে কলুষিত করছেন।’’