সতর্কতা: নিপা ভাইরাসে আক্রান্তের শেষকৃত্যে মুখে মাস্ক পরে হাজির আত্মীয়-পরিজনেরা। বৃহস্পতিবার কেরলের কোঝিকোড়ে। রয়টার্স
নিপা-র প্রকোপে ফের আরও এক জনের মৃত্যুর খবর মিলল কেরলে। এ নিয়ে এখনও পর্যন্ত মোট ১১ জনের প্রাণ কাড়ল নিপা। কর্নাটকের অন্তত দু’জন সংক্রমিত হয়েছেন বলে খবর এসেছিল আগেই। এ বার মৃত বাদুড় উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়াল হিমাচল প্রদেশেও।
কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন ভি মুসা (৬১)। বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। এর আগে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে মুসার পরিবারেরই তিন জনের। এর মধ্যে দু’টি মৃত্যুর কারণ নিপা সংক্রমণ বলে হাসপাতালের তরফেও স্বীকার করা হয়েছে। হাসপাতালে মুসার পরিবারের দেখভালের দায়িত্বে ছিলেন যে নার্স লিনি পুতুসেরি, মারা গিয়েছেন তিনিও।
ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-এর (এনসিডিসি) নির্দেশক সুজিতকুমার সিংহ ও মহামারী সংক্রান্ত বিভাগের প্রধান ড. এস কে জৈন-সহ বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই কেরলে পৌঁছেছে। রয়েছে এইমসের উচ্চ পর্যায়ের চিকিৎসক দলও।
কোঝিকোড়, মলপ্পুরম, ওয়াইনাড় এবং কান্নুর-সংলগ্ন এলাকা পর্যটকদের এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কেরল সরকার। আগামী ২৫ মে কোঝিকোড়ে সর্বদল বৈঠকের ডাক দিয়েছে রাজ্য সরকার। বেশ কিছু এলাকার গ্রীষ্মকালীন শিবির (সামার ক্যাম্প) বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কোঝিকোড়ের জেলাশাসক। বাচ্চাদের মধ্যে নিপা-র সংক্রমণ রুখতে ওই অঞ্চলে অঙ্গনওয়াড়ি ব্যবস্থাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মলপ্পুরমেও চারটি পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি ব্যবস্থা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: জ্যোতিষ আস্থায় আজ আস্থা ভোটে কুমার
এ দিনই হিমাচল প্রদেশের নাহান জেলায় একটি সরকারি স্কুলচত্বর থেকে ১৮টি মৃত বাদুড় উদ্ধার হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে জানান, তাদের পরীক্ষার জন্য পুণের ন্যাশনাল ইনস্টিটউট অব ভায়রোলজি (এনআইভি)-তে পাঠানো হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy